Calcutta High Court: ‘সিম্পল ইনজুরি’, আইনজীবীর ওপর হামলায় হাইকোর্টে রিপোর্ট CID-র

Calcutta High Court: বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবীকে নিগৃহীত হতে হয়েছে বলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, জয়নগরের একটি চাষের জমিতে বেআইনি নির্মাণ চলছিল।

Calcutta High Court: 'সিম্পল ইনজুরি', আইনজীবীর ওপর হামলায় হাইকোর্টে রিপোর্ট CID-র
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 1:19 PM

কলকাতা: বড় কোনও আঘাত নয়, ‘সিম্পল ইনজুরি’। জয়নগর আইনজীবীকে মারধরের ঘটনায় বুধবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করল সিআইডি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রিপোর্ট দিয়ে সিআইডি জানান, আইনজীবীকে হামলার ঘটনায় কোনও ধারাল অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছেন তদন্তকারীরা। এই মামলায় বুধবার ডিআইজি-কে সরাসরি তদন্তের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, ইন্সপেক্টরই তদন্ত করবেন, নেতৃত্বে থাকবেন ডিআইজি সিআইডি। তবে বিচারপতি এটাও স্পষ্ট করে দিয়েছেন, নিগৃহীত আইনজীবীর বাড়িতে নিরাপত্তা রাখতে হবে। আগামী ২৩ নভেম্বর সিআইডি-কে তদন্তে অগ্রগতি নিয়ে আরও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবীকে নিগৃহীত হতে হয়েছে বলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, জয়নগরের একটি চাষের জমিতে বেআইনি নির্মাণ চলছিল। সেই কাজে বাধা দিয়েছিলেন শুকদেব সরকার নামে ওই আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, নিজের বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ জোগাড় করতে মোবাইলে ছবি তুলছিলেন তিনি। সেই সময়ে লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জয়নগর থানায় প্রথমে লিখিত অভিযোগ দায়ের করতে যান তিনি। সেখানেও তাঁকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

এরপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী। এই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে দেওয়া হয়। মামলাকারীর অভিযোগ ছিল, থানায় পুলিশ তাঁকে ২ ঘণ্টা বসিয়ে রেখেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি জয়নগর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার নির্দেশ দেন। নির্দেশ ছিল ডিআইজি পদমর্যাদার অফিসার তদন্তে থাকবেন।