
কলকাতা: খেজুরিতে বিজেপি কর্মী রহস্যমৃত্যুর ঘটনায় সিআইডি-র হাতে তদন্তভার দিল হাইকোর্ট। এডিজি সিআইডি-কে দায়িত্ব দেওয়া হল, তিনি ডিআইজি সিআইডি পদমর্যাদার কাউকে ঠিক করে দেবেন, এই তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই নির্দেশ দেয়। অর্থাৎ খেজুরিতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশেই আস্থা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, ডিআইজি সিআইডির তত্ত্বাবধানে একটি তদন্তকারী দল গঠন করবেন। ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তে রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দিতে হবে।
আগেই এই মামলার শুনানিতে সিবিআই-এর তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি। প্রসঙ্গত, গত ১২ জুলাই খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু হয়। সুজিত দাস এবং সুধীর পাইক নামে বছর বাইশ ও বছর পঁয়ষট্টির দু’জনের মৃত্যু হয়। গত মঙ্গলবার আদালতে জমা পড়ে ২ বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে দেখা যায়, বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে।
প্রাথমিক পর্যায়ে রিপোর্টে উল্লেখ ছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা। এই অবস্থায়, CBI তদন্তের দাবি করছে নিহত বিজেপি কর্মীর পরিবার। কিন্তু বিচারপতি স্পষ্ট করেন, এই মামলা এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, যে সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। এই মামলার তদন্তের ক্ষেত্রে CID-র ওপরেই আস্থা রাখলেন বিচারপতি।