Calcutta High Court: হাড় ভেঙে বিছানায় আইনজীবী, বিধাননগর পূর্ব থানার উপর ভরসাই নেই, সাফ জানাল হাইকোর্ট
Bidhannagar: অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে করল পুলিশ? অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

কলকাতা: কোমরের হাড় ভেঙেছে খোদ অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলের। পেশায় আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায় আহত অবস্থায় শয্যাশায়ী। আর মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশের উপর আস্থা রাখতে চাইছে না আদালত। সোমবারের শুনানিতে সে কথা স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেদিন ওই মারধরের অভিযোগ ওঠে, সেদিনই হাইকোর্টে মামলা দায়ের হয়।
কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএন রায়ের ছেলের উপর পুলিশি হামলার অভিযোগ ওঠে গত সপ্তাহে। অভিযোগ ছিল, দুই মত্ত পুলিশ কর্মী আচমকা মনুজেন্দ্রনারায়ণের ছেলেকে সল্টলেকের রাস্তায় আটকে তাঁর পরিচয় জানতে চান। বচসা হওয়ায় আইনজীবীর ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে মার খান সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ, এমনটাই অভিযোগ পরিবারের। বর্তমানে তিনি শয্যাশায়ী। ঘটনার দিন বিকেলেই মামলা দায়ের হয়।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা বলেছিল আদালত। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি ঘোষ বলেন, ‘বিধাননগর পূর্ব থানার উপর এই তদন্তে ভরসা নেই। বিধাননগর গোয়েন্দা বিভাগের রিপোর্ট চাই।’ আদালতের নির্দেশ, বিধাননগরের ডিসি ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারের নজরদারিতে তদন্ত হোক। ডিসি ডিডি কে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করার নির্দেশ আদালতের। শুক্রবার তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে। ওই দিনই ফের হবে মামলার শুনানি।
অভিযোগ, পার্কের সামনে রাখা গাড়ি আনতে যাচ্ছিলেন আইনজীবীর ছেলে। সেই সময় পুলিশ আটকে মারধর করে বলে অভিযোগ। পরে তিনি বাবাকে ফোন করেন। তাঁর বাবাকে মেরে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আর তাতেই তিনি কোমরে আঘাত পান।
