Calcutta High Court: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতেই পুলিশি হামলার অভিযোগ, কড়া পদক্ষেপ আদালতের
Calcutta High Court: ওই ঘটনায় বৃহস্পতিবার দ্রুত শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী। আইনজীবী অনিন্দ্য লাহিড়ির বক্তব্য, অবসরপ্রাপ্ত বিচারপতিকে কেন মারধর করল পুলিশ? অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক।

কলকাতা: কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএন রায়ের বাড়িতে পুলিশি হামলার অভিযোগ। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিধাননগরে তাঁর বাড়িতে উর্দি ছাড়া পুলিশের কয়েক জন ঢুকে অত্যাচার চালায়। ওই ঘটনায় গুরুতর জখম অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলে। তাঁকে ও মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন ওই বিচারপতির ছেলে বর্তমানে হাই কোর্টের আইনজীবী। ওই ঘটনায় বৃহস্পতিবার দ্রুত শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী।
আইনজীবী অনিন্দ্য লাহিড়ির বক্তব্য, অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলেকে কেন মারধর করল পুলিশ? অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, মামলা দায়ের করে সব পক্ষকে নোটিস দেওয়া হোক। বুধবারই বিকেল সাড়ে চারটায় মামলাটি শুনবে আদালত।
উল্লেখ্য়, এক দিন আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে অবসরপ্রাপ্ত বিচারপতি রমেশ গর্গের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, মুখোশধারী একদল ডাকাত ঢুকে কয়েক লক্ষ টাকার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এইভাবে কলকাতার বুকেই বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। সরাসরি এই বিষয়টিতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। কেন এই ধরনের ঘটনা, ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখতে চান বিচারপতি। ঘটনার সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে।

