Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2023: দুর্গাপুজোর পর এবার কালীপুজো করতে চেয়েও মামলা, কী নির্দেশ দিল হাইকোর্ট

Calcutta High Court: ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ওই ফাঁকা জায়গা ব্যবহার করতে পারবে পুজো কমিটি। তবে একইসঙ্গে মামলার নিষ্পত্তি করার সময় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ১৫ নভেম্বরের পর ওই জমি আবার ফাঁকা অবস্থায় পুর প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

Kali Puja 2023: দুর্গাপুজোর পর এবার কালীপুজো করতে চেয়েও মামলা, কী নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:41 PM

কলকাতা: দুর্গাপুজোর পর এবার কালীপুজোর আয়োজন করতে চেয়েও মামলা গড়াল হাইকোর্টে। দুর্গাপুজোয় প্রশাসনের তরফে অনুমতি না পাওয়া, আদালতে মামলা করতে দেখা গিয়েছিল। আর এবার কালীপুজোর সময়েও সেই একই ছবি। এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি কালীপুজোর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পুজোর উদ্যোক্তারা। এই এলাকায় দুর্গাপুজোর সময়েও পুর প্রশাসনের অনুমতি না মেলায় মামলার জল গড়িয়েছিল আদালতে। শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে পুজোর অনুমতি মিলেছিল। এবার শর্তসাপেক্ষে ওই পুজোর উদ্যোক্তাদের কালীপুজোর আয়োজনের অনুমতি দিল হাইকোর্ট।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। উল্লেখ্য, মহেশতলার এই পুজো কমিটি যেখানে কালীপুজোর আয়োজন করতে চাইছে, সেটি হল একটি চিল্ড্রেনস পার্ক। পুর প্রশাসনের অনুমতি না পাওয়ায় কালীপুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পুজোর উদ্যোক্তারা। আজ ওই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, পুজোর কাজে চিল্ড্রেনস পার্কের ৪০০ বর্গফুটের ফাঁকা জায়গা ব্যবহার করা যাবে। ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ওই ফাঁকা জায়গা ব্যবহার করতে পারবে পুজো কমিটি। তবে একইসঙ্গে মামলার নিষ্পত্তি করার সময় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ১৫ নভেম্বরের পর ওই জমি আবার ফাঁকা অবস্থায় পুর প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

পুজো কমিটির তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী সন্দীপন দাস ও ইন্দ্রনীল মুন্সী। তাঁদের বক্তব্য, ওই পার্কে গত ৭০ বছর ধরে এলাকাবাসীরা দুর্গাপুজো ও কালীপুজোর আয়োজন করে আসছে। কিন্তু এবার দুর্গাপুজোর সময়ে পুর প্রশাসনের থেকে অনুমতি মেলেনি। পরে হাইকোর্টের হস্তক্ষেপের অনুমতি মেলে। এবার কালীপুজোর সময়েও পুর প্রশাসনের তরফে অনুমতি পাওয়া যাচ্ছে না বলে আদালতে অভিযোগ জানান তাঁরা।

যদিও হাইকোর্টে পুর প্রশাসনের বক্তব্য, ওই চিল্ড্রেনস পার্কে একটি নির্মাণ কাজ চলছে। তাই পুর প্রশাসনের থেকে অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত এদিন শর্তসাপেক্ষে কালীপুজোর আয়োজনের অনুমতি দিল হাইকোর্ট।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'