Calcutta High Court: এক বছর ধরে পুলিশ কী করছিল? বারুইপুর কাণ্ডে তদন্তভার CID-কে দিল হাইকোর্ট, মামলায় পার্টি CBI-ও
Calcutta High Court: প্রধান বিচারপতি এদিন প্রশ্ন করেন, একবছরেও পুলিশি তদন্তের কোনও অগ্রগতি নেই? পুলিশ কী করছিল? এদিন পুলিশের তরফে রাজ্য আদালতে সওয়াল করে আরও সময় দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কলকাতা: বারুইপুর সংশোধনাগারে (Baruipur Correctional Home) চার অভিযুক্তর মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের (CID Probe) নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। ঘটনাটি ঘটেছিল গত বছরের জুলাই মাসে। এতদিন ধরে ওই ঘটনার তদন্ত করছিল পুলিশ। পুলিশের তরফে রিপোর্টে জানানো হয়, নিজেদের মধ্যে মারপিট করে মারা গিয়েছে ওই বন্দিরা। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন প্রশ্ন করেন, একবছরেও পুলিশি তদন্তের কোনও অগ্রগতি নেই? পুলিশ কী করছিল? এদিন পুলিশের তরফে রাজ্য আদালতে সওয়াল করে আরও সময় দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, বারুইপুর সংশোধনাগারের ওই ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, মৃতদের মধ্যে দুইজনের অন্তত ২৬টি ও ৩৯টি আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় আদালতে মামলা করে এপিডিআর। সিবিআই তদন্তের দাবি তোলা হয় এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মামলাকারী পক্ষের আইনজীবী কৌশিক গুপ্ত ও শ্রীময়ী মুখোপাধ্যায় অভিযোগ তোলেন, মুখ বন্ধ করতে মৃতের পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে।
নিম্ন আদালতের (দক্ষিণ ২৪ পরগনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) বিচারকের রিপোর্টও প্রকাশ্যে আনা হয়নি বলে জানান মামলাকারী পক্ষের আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিম্ন আদালতের বিচারকের রিপোর্ট ও সিআইডির প্রাথমিক তদন্তের রিপোর্ট আগামী ১৯ জুন আদালতে জমা দিতে হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে বারুইপুর সংশোধনাগারের অভিযুক্তদের মৃত্যুর মামলায় সিবিআই-কেও পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত। যেহেতু মামলাকারী পক্ষ সিবিআই তদন্তের দাবি তুলেছে, সেই কারণে ভবিষ্যতের কথা ভেবে এই সিবিআইকেও পার্টি করার নির্দেশ আদালতের।