AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থী

Assembly Election: বিজেপি প্রার্থী স্বাধীন সরকার আদালতে জানিয়েছেন, যে ভাবে বিধানসভা ভোটে গণনা হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছ নয়।

এবার ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থী
TET নিয়োগে পর্যবেক্ষণ হাইকোর্টের
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 2:47 PM
Share

কলকাতা: বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার। তিনি তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের কাছে ২৪৭১ ভোটে পরাজিত হন। সম্প্রতি আদালতে তিনি আবেদন জানান, এই কেন্দ্রে নতুন করে গণনা হোক। প্রাথমিক ভাবে আদালত এই মামলা গ্রহণ করেছে। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নোটিস ধরাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকেও। ইভিএম, ভিভিপ্যাট-সহ সমস্ত নথি এবং যাবতীয় ভিডিয়ো রেকর্ডিং সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

বিজেপি প্রার্থী স্বাধীন সরকার আদালতে জানিয়েছেন, যে ভাবে বিধানসভা ভোটে গণনা হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছ নয়। তাই পুনর্গণনা চান তিনি। তার এই মামলা শুক্রবারই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নথি রাখতে হবে।

ইতিমধ্যেই নন্দীগ্রামে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুরুলিয়া বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, হুগলি গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার, ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই ও বনগাঁ দক্ষিণের আলোরানি সরকারও আদালতে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আবেদন জানান। একই আবেদন জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ও মহিষাদল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিজেপির আরও এক পরাজিত প্রার্থী। আরও পড়ুন: দীনেশের ছেড়ে যাওয়া আসনে ৯ অগস্ট উপনির্বাচন, ভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

COVID third Wave