Suvendu Adhikari: মানহানির মামলায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হলেন পুলক রায়। উলুবেড়িয়ায় এক সভা থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু। কেন্দ্রের 'জল জীবন মিশন' প্রকল্পে ফেরুল (মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ) কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেন মন্ত্রী পুলক।

Suvendu Adhikari: মানহানির মামলায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 25, 2025 | 4:52 PM

কলকাতা: মানহানির মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। বুধবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য বিরোধী দলনেতার বিরুদ্ধে নিম্ন আদালতে মানহানির মামলার বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করলেন।

রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হলেন পুলক রায়। উলুবেড়িয়ায় এক সভা থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে ফেরুল (মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ) কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেন মন্ত্রী পুলক। রাজ্যের মন্ত্রীর অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই শুধুমাত্র মৌখিক তথ্যের ভিত্তিতে অবমাননাকর মন্তব্য করছেন বিরোধী দলনেতা। তাঁর ও দফতরের কর্মীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। অবমাননার মন্তব্যের জন্য উলুবেড়িয়া মহকুমা আদালতে মানহানি মামলা করেন পুলক রায়। বর্তমানে মামলাটি বিচারাধীন।

মানহানি এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে এদিন নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে ওই মানহানি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে বলে হাইকোর্ট জানিয়েছে।