
কলকাতা: সিঙ্গল বেঞ্চে একাধিকবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। আরজি কর মামলায় চার্জ ফ্রেম হওয়ার প্রক্রিয়া কোনওভাবেই আটকাতে পারছিলেন না মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জগঠন প্রক্রিয়ার জন্য আরও একটু সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। অবশেষে ডিভিশন বেঞ্চ শুনল সেই আর্জি। কিছুটা স্বস্তি পেলেন আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্ত সন্দীপ।
আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ বাকিদের চার্জ ফ্রেমের জন্য আরও কিছুটা সময় বাড়াল কলকাতা হাইকোর্ট। তবে ট্রায়াল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিচার প্রক্রিয়া যাতে সুদীর্ঘ না হয়, তা দেখবে আদালত। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
সন্দীপ ঘোষদের যুক্তি ছিল, ২০ হাজার পাতার চার্জশিট পড়ার জন্য একটু সময় দরকার, তাই আপাতত চার্জ গঠন করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ সেই যুক্তি মানতে চায়নি। এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষরা। এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের আইনজীবীরা নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাবেন। সেখানে নথি দেখবেন তাঁরা। নথি পেতে কোনও সমস্যা হলে তা জানাতে হবে। সে ক্ষেত্রে কতদিন পর কপি দেওয়া যাবে, সেটাও জানাতে হবে।
সেই কাজে কতটা অগ্রগতি হয়েছে, সেটা জানাতে হবে আগামী সোমবার। ট্রায়াল কোর্টে সেই বিষয়ে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। আগামী মঙ্গলবার ফের মামলা শুনবে হাইকোর্টে। তবে সময় দিলেও বিচারপতি জয়মাল্য বাগচি সতর্ক করেছেন, যাতে কোনও কৌশলে ট্রায়ালে দেরি না হয়। অভিযুক্তদের আইনজীবীকে এ কথা বলেছেন বিচারপতি বাগচি।