Calcutta High Court: ‘অনুমতি’ নিয়ে টানাপোড়েনের মধ্যে আদালতে জয় বিজেপির, গ্রিন সিগন্যাল হাইকোর্টের

Calcutta High Court: আদালত থেকে গ্রিন সিগন্যাল মিললেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। ৫০০ লোকের জমায়েতের কথা নিয়ে চাপানউতোর শোনা গেলেও। আদালত বলছে, ২০০ থেকে তিনশোর বেশি লোক থাকতে পারবে না। তবে হগ মার্কেটেই করা যাবে সভা।

Calcutta High Court: ‘অনুমতি’ নিয়ে টানাপোড়েনের মধ্যে আদালতে জয় বিজেপির, গ্রিন সিগন্যাল হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 30, 2025 | 7:19 PM

কলকাতা: নিউ মার্কেট থানার উল্টো দিকে হগ স্ট্রিটে সভা করতে চায় বিজেপি। শ পাঁচেক সমর্থকের আসার কথা। বিজেপির দাবি, সব নিয়ম মেনেই তারা সভার আয়োজন করছে কিন্তু তারপরেও অনুমতি দিচ্ছিল না কলকাতা পুলিশ। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়। জল গড়ায় একেবারে হাইকোর্টে। তারই শুনানি ছিল এদিন। শেষ পর্যন্ত অনুমতি পেয়েই গেল পদ্ম শিবির। অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আদালত থেকে গ্রিন সিগন্যাল মিললেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। ৫০০ লোকের জমায়েতের কথা নিয়ে চাপানউতোর শোনা গেলেও। আদালত বলছে, ২০০ থেকে তিনশোর বেশি লোক থাকতে পারবে না। তবে হগ মার্কেটেই করা যাবে সভা। ৬.৩০ থেকে ৯ টা পর্যন্ত চলতে পারে সভা। রাস্তায় যাতে যানজট না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর দিচ্ছে আদালত। কোনদিকে মঞ্চ করা যাবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আদালতের তরফে। 

আদালত বলছে সভা করতে গেলে রাস্তার ডান দিকে স্টেজ করতে হবে। ১০-১২ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া স্টেজ বানানো যাবে। মানতে হবে শব্দ বিধি। ৫টার বেশি লাউড স্পিকার ব্যবহারে থাকছে নিষেধাজ্ঞা। উদ্যোক্তাদের মধ্য থেকে ১০ জনের নাম জমা দিতে হবে পুলিশের কাছে। একইসঙ্গে পুলিশকে অন্তত ১০টা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে পর্যাপ্ত ফোর্স।