Calcutta High Court: ‘কোনও নাগরিক ক্ষোভ জানালে, গ্রেফতার করা হবে?’, প্রশ্ন বিচারপতি সিনহার

Calcutta High Court: বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এদিন মামলার শুনানির সময় বিচারপতির প্রশ্ন, কোনও নাগরিক ক্ষোভ জানালে, তাঁকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন?

Calcutta High Court: 'কোনও নাগরিক ক্ষোভ জানালে, গ্রেফতার করা হবে?', প্রশ্ন বিচারপতি সিনহার
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2024 | 4:28 PM

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময়েই লাইভের কমেন্ট বক্সে মন্ত্রী অরূপ রায়-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন এরশাদ সুলতান নামে হাওড়ার বাসিন্দা এক ব্যক্তি। গত ২৮ জুন মুখ্যমন্ত্রীর ওই বৈঠক লাইভ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেইদিনই ওই ভিত্তিহীন অভিযোগ তুলে কমেন্ট করা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ৩০ জুন গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, অভিযুক্তকে আজ বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছেড়ে দিতে হবে।

বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এদিন মামলার শুনানির সময় বিচারপতির প্রশ্ন, কোনও নাগরিক ক্ষোভ জানালে, তাঁকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন? বিচারপতি সিনহার মন্তব্য, ‘দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল, আর পুলিশ একজনকে গ্রেফতার করল?’

বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘অযথা নাক গলিয়েছে পুলিশ।’ আজই বিকেল পাঁচটার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি যেদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল সেদিনের অর্থাৎ, ৩০ জুন শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।