
কলকাতা: মাসের পর মাস কাজ থমকে রয়েছে। চিংড়িঘাটায় মেট্রোর কাজ কবে শুরু হবে? এই নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সংসদেও সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এবার সব পক্ষকে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে বৈঠক করতে হবে। বিকেল ৫টায় হবে বৈঠক। রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষ উপস্থিত থাকবে। বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকবেন। এদিন ডিভিশন বেঞ্চ বলে, জনগণের স্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বৈঠকের রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ, RVNL তাদের প্রতিনিধিদের নাম জমা করল আদালতে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর। সেদিন বৈঠকের রিপোর্ট জমা করতে হবে আদালতে।
চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার জোড়া না গেলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হবে না। কয়েকদিন আগে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কাজ থমকে থাকার জন্য রাজ্যের অসহযোগিতার কথা বলেন। তার আগে হাইকোর্টের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসেছিল গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র থেকে রবিবার রাতে কাজ শেষ করবে RVNL। সিদ্ধান্তে সায় দিয়েছিল হাইকোর্টও। তারপরও সেই কাজ হয়নি। আগের শুনানিতে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। এখন দেখার, বুধবার বৈঠকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কোনও সমাধান সূত্র বেরোয় কি না।