Calcutta High Court: পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ ও খুনের অভিযোগে বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৬ অক্টোবর এই ঘটনার পর অভিযুক্তিকে ব্যক্তিকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। মারধরে মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির।

Calcutta High Court: পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ ও খুনের অভিযোগে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2024 | 4:53 PM

কলকাতা: পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগের মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল এই নির্দেশ দেন। আগামী ২ নভেম্বরের মধ্যে সংরক্ষিত দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। দেহের ভিডিয়োগ্রাফি করতে হবে। ২৮ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৬ অক্টোবর এই ঘটনার পর অভিযুক্তিকে ব্যক্তিকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। মারধরে মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ওই গৃহবধূর ওপর প্রতিবেশী ব্যক্তির দীর্ঘদিন ধরেই কুনজর ছিল। তাঁকে একাধিকবার আগে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ। ওই গৃহবধূ তাঁকে সতর্ক করেন। অভিযোগ, ওইদিন বাড়িতে ঢুকে নিগ্রহের পর গৃহবধূকে কীটনাশক খাইয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি।

মৃত গৃহবধূর ময়নাতদন্ত রিপোর্টে সন্তুষ্ট হয়নি পরিবার। তাদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্টে কীটনাশক খাইয়ে খুনের বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু ধর্ষণের কথা উল্লেখ নেই। এরপরই দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এদিন বিচারপতি শম্পা দত্ত পাল দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন। ২৮ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। মামলার ফের শুনানি ডিসেম্বরে হবে।