কলকাতা: রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে (Police Recruitment Constable) স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৯ সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় আট হাজার প্রার্থীর নিয়োগে বুধবার স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ৩৭৪ জন প্রার্থী। এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ হন, কিন্তু প্রকাশিত প্যানেলে কারোর নাম ছিল না বলেই দাবি জানিয়ে স্যাটে মামলা করা হয়।
সেই সময় স্যাটের রায় আবেদনকারীদের বিরুদ্ধেই গিয়েছিল। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা। সব দেখে-শুনে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করতে হবে। কিন্তু গত ১৮ জানুয়ারি স্যাট জানিয়ে দেয়, এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায় এখন মামলা শোনা সম্ভব নয়।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল রাজ্যের। একবার নিয়োগ শুরু হয়ে গেলে আবেদনকারীরা আরও কোণঠাসা হতে পারেন। এই আশঙ্কার কথা জানিয়ে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অবিলম্বে শুনানির আর্জি জানান।
আরও পড়ুন: দু’দিনের সফরে ফের বাংলায় অমিত শাহ, যাবেন মায়াপুরে
আবেদন মঞ্জুর করে বুধবারই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনও নিয়োগ হবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় আট হাজার সফল প্রার্থীর নিয়োগ বিশ বাঁও জলে।
আরও পড়ুন: চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল সৌরভ, খোঁজ নিলেন শাহ