Calcutta High Court: রানিনগরে স্থায়ী কমিটি গঠনের উপর ফের স্থগিতাদেশ

Calcutta High Court: আগামিকাল অর্থাৎ, ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠনের কথা আদালতে জানিয়েছিল রাজ্য। কিন্তু, ওই দিনে জেলাশাসকের অফিসে কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে, ওই দিনে স্থায়ী কমিটি গঠন হলে, কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নজরে আনে কংগ্রেস।

Calcutta High Court: রানিনগরে স্থায়ী কমিটি গঠনের উপর ফের স্থগিতাদেশ
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 3:26 PM

কলকাতা: মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনের উপর ফের স্থগিতাদেশ। আগামিকাল অর্থাৎ, ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠনের কথা আদালতে জানিয়েছিল রাজ্য। কিন্তু, ওই দিনে জেলাশাসকের অফিসে কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে, ওই দিনে স্থায়ী কমিটি গঠন হলে, কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নজরে আনে কংগ্রেস। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতি সিনহার একক বেঞ্চ ফের স্থায়ী কমিটি গঠনের উপর স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী কমিটি গঠনের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচনের বিষয়ে এর আগে রাজ্যের থেকে মতামত জানতে চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, রাজ্য যাতে ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে বিষয়টি জানায়। সেই মতো রাজ্য আদালতে জানিয়েছিল, ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠন করা হবে। কিন্তু এখানেই আপত্তি তোলেন কংগ্রেস শিবিরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থায়ী কমিটি নির্বাচনের এই তারিখটি স্থির করা হয়েছে, যাতে কংগ্রেসের কেউ সেখানে অংশ নিতে না পারেন।

কংগ্রেসের আইনজীবীর বক্তব্য, গত ৮ তারিখ একটি নোটিস জারি করা হয়েছিল কংগ্রেস সদস্যদের কম্পালসরি ট্রেনিংয়ের বিষয়ে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলাশাসকের অফিসে ওই ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। ফলে আগামিকাল অর্থাৎ, ২৬ তারিখ যদি স্থায়ী কমিটির নির্বাচন হয়, সেখানে কংগ্রেসের সদস্যরা অংশ নিতে পারবেন না। কংগ্রেস সদস্যদের ভোটাভুটিতে অংশ নেওয়া আটকাতেই এই দিনটি স্থির করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের আইনজীবীর। এমন অবস্থায়, বিচারপতি অমৃতা সিনহা রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনে আবার স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ২৯ তারিখ পর্যন্ত জারি থাকবে এই নির্দেশ।