Calcutta High Court: অনুমতি থাকা সত্ত্বেও ভাঙা হচ্ছে রুফ টপ রেস্তোরাঁ, পাল্টা হাইকোর্টে মামলা মালিকদের
Calcutta High Court: হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন রেস্তোরাঁ মালিক সংগঠনের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

কলকাতা: সব অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা শহরের সব রুফ টফ রেস্তোরাঁ ভেঙে দেওয়া হচ্ছে। এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন রেস্তোরাঁ মালিক সংগঠনের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। দুপুর ২ টোয় শুনানি।
দিঘা থেকে ফিরে বৃহস্পতিবার ‘জতুগৃহ’ বড়বাজারের মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের একাধিক বেনিয়মের কথা উল্লেখ করেন। আর সেই সূত্রেই নাম নেন পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ের। সেখানে একাধিক নিয়ম ভাঙা হচ্ছে বলে উল্লেখ করেন, সারপ্রাইজ ভিজিটে যাবেনও বলেন। আর বলা মাত্রই কাজ! মেছুয়া বাজার থেকে সটান ম্যাগমা বিল্ডিংয়ে মমতা। আর সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ। ঘিঞ্জি এলাকায় সেই বিল্ডিং, আর তার বাইরে সারি দিয়ে মজুত গ্যাস সিলিন্ডার। এক সঙ্গে গাদাগাদি করে ২৪টা গ্যাস সিলিন্ডার মজুত করা রয়েছে সেখানে। তা দেখে মমতা বললেন, “আমার কাছে পাক্কা খবর ছিল বলে আমি দেখে গেলাম। এবার আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। এবার কলকাতা পুলিশ কমিশনার, মেয়র, দমকলমন্ত্রী মিটিংয়ে বসবেন। ওদের ডাকা হবে।”
এরপরই বৈঠকে বসা হয়। সব কিছু খতিয়ে দেখে তড়িঘড়ি নেওয়া হয় সিদ্ধান্ত। কেবল ম্যাগমাই নয়, শহরের বিভিন্ন ছাদের উপরে তৈরি হওয়া সব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। প্রথমেই ভাঙা হয় ম্যাগমা বিল্ডিংয়ের রেস্তোরাঁ। এরপর শহরের একাধিক রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলতে উদ্যোগী হয় পুরসভা। গত কয়েকদিনে শহরের একাধিক রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে। কিংবা মালিকদের একাংশের অভিযোগ, সব রকমের অনুমতি নিয়ে নিয়ম মেনে রেস্তোরাঁ চালানোর পরও, তা ভেঙে ফেলা হচ্ছে। তাই পাল্টা আদালতের দ্বারস্থ রেস্তোরাঁ মালিকরা।
