কলকাতা: বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে এ বার সরাসরি সরকারি আইনজীবীদের দিকে আঙুল তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। সোমবার একটি জামিন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সরকারি আইনজীবীদের ‘উদাসীনতার’ কারণেই পিছিয়ে যাচ্ছে প্রচুর মামলার শুনানি।
আবেদনকারীরা যাতে দ্রুত মুক্তি পান, সেই জন্যই করোনা অতিমারির মধ্যেও ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হয়েছে। এ কথা উল্লেখ করে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, কিন্তু সরকারি আইনজীবীদের কারণে মামলা হচ্ছে না। ঘটনা হচ্ছে, সোমবার মাদক সংক্রান্ত একটি মামলার শুনানিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাদী পক্ষের তরফ থেকে তাঁদের কাছে কেস ডায়রি পৌঁছয়নি। অন্যদিকে, মামলাকারীর আইনজীবী জানান, এই মামলায় যুক্ত সরকারি আইনজীবীদের কাছে তা ই-মেল মারফত জানানো হয়েছিল।
মামলাকারী আইনজীবীর এই দাবির পরেই সরকারি আইনজীবী আদালতে নথি আনতে না পারায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তাঁর মন্তব্য, “রাজ্যের কাছে কি কিছুই নেই? একটা প্রিন্ট আউটও বের করা যায় না! আর্থিক বিষয়ে না উল্লেখ করেও বিচারপতি বলেন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার কিছুই কি নেই আপনাদের। সরকার কিছুই প্রদান করেনি?” আগামিকাল, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু, বেলেঘাটা আইডি-তে মৃত্যু এক মহিলার, সতর্ক স্বাস্থ্যভবনও