TET: টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, গীতাপাঠের দিনই কি পরীক্ষা?

TET: প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। এই ডিভিশন বেঞ্চই দিলীপ ঘোষের আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয়। পরিবহণ দফতরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে।

TET: টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, গীতাপাঠের দিনই কি পরীক্ষা?
প্রাথমিক টেটImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 2:42 PM

কলকাতা: টেট হবে ২৪ ডিসেম্বরই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এইদিনই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। তাই টেটের দিন পিছনো হোক বলে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। এই ডিভিশন বেঞ্চই দিলীপ ঘোষের আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয়। পরিবহণ দফতরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে।

আগামী ২৪ ডিসেম্বর ১ লক্ষ মানুষ গীতাপাঠ করবেন ব্রিগেডে। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা দেশের বিভিন্ন রাজ্যের সাধুসন্তদের। ভিভিআইপিদেরও থাকার কথা বলেই জানা গিয়েছে। ফলে বিপুল জনসমাগমের কারণে রাস্তাঘাটে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিষয়গুলিকে তুলে ধরেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আদালতের দ্বারস্থ হন। দিলীপ ঘোষের দাবি ছিল, এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা। এদিকে এইদিনই টেট পরীক্ষা হলে রাস্তায় যানজট তৈরি হবে। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দিলীপ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল। অর্থাৎ টেট হবে নির্ধারিত ২৪ ডিসেম্বরই। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে আড়াইটে পর্যন্ত।