কলকাতা: তৃণমূল সাংসদের পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্যে সমর্থন করার অভিযোগ। ওই কুমন্তব্যে সমর্থন জানিয়ে হাততালি দিয়েছিলেন দুই তরুণী। সেই অভিযোগে ধৃত দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এবার পুলিশি হেফাজতেই তাঁদের বেধড়ক মারধর করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের মন্তব্য, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে। আগামী ১৫ই নভেম্বর সিবিআইকে তদন্তে অগ্রগতি রিপোর্ট দিতে হবে আদালতে।
তৃণমূল নেতার সন্তান সম্পর্কে কুমন্তব্যে উৎসাহ দেওয়ার অভিযোগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরকে হেফাজতে মারধর করার অভিযোগ ওঠে। মঙ্গলবার এই মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ওঠে। বিচারপতি জেল সুপারের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করে। আগামী ৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। রিপোর্ট জমা পড়ে। হেফাজতে থাকাকালীন ধৃত দুই তরুণীর ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ ওঠে। এবার সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি।