Calcutta High Court: ‘দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে ধাম শব্দ কেন থাকবে?’, VHP-র এই মামলা খারিজ করল হাইকোর্ট

Calcutta High Court: মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। মামলাকারীর আবেদনের ভিত্তিতেই নথি জমা দেওয়ার শেষ দিন হিসাবে এই দিনটি ধার্য করে হাইকোর্ট। কিন্তু এদিনও নথি জমা করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। তাতে বিরক্ত হন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ, অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলে নথি দাখিল হয় না।

Calcutta High Court: দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে ধাম শব্দ কেন থাকবে?, VHP-র এই মামলা খারিজ করল হাইকোর্ট
দিঘা জগন্নাথ মন্দির Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2025 | 3:11 PM

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর বক্তব্য ছিল, কেন জগন্নাথ ‘ধাম’ এই শব্দটি ব্যবহার করা হবে? এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরফে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। হাইকোর্টের তরফ থেকে বারবার মামলাকারীদের সুযোগ দেওয়া হয়েছিল, যে অভিযোগ করা হচ্ছে, তার ভিত্তিতে নথি দাখিল করতে হবে। কিন্তু একাধিকবার বলার পরও নথি দাখিল করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। বিরক্ত হয়ে কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজ করে দেয়।

মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। মামলাকারীর আবেদনের ভিত্তিতেই নথি জমা দেওয়ার শেষ দিন হিসাবে এই দিনটি ধার্য করে হাইকোর্ট। কিন্তু এদিনও নথি জমা করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। তাতে বিরক্ত হন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ,
অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলে নথি দাখিল হয় না। কতবার নথি দাখিল করার জন্য শেষ সুযোগ দেওয়া হবে? বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, বারবার ‘শেষ’ শব্দটা ব্যবহার করা হলে, এই শব্দটি তার গুরুত্ব হারাবে, তার কোনও প্রাসঙ্গিকতা থাকবে না।

দীঘার মন্দিরের সঙ্গে ধাম শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।  তাঁর বক্তব্য ছিল, ধাম শব্দটি সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। পুরীর জগন্নাথ ধামে প্রতি বহু লক্ষ লক্ষ মানুষ রথযাত্রায় অংশ নেন। সেক্ষেত্রে দিঘার জগন্নাথ মন্দিরের পর ‘ধাম’ শব্দ ব্যবহারের কোনও প্রাসঙ্গিকতা নেই।