Calcutta High Court: সন্দেশখালি গণধর্ষণ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, থানার কাজে অসন্তুষ্ট আদালত
Sandeshkhali: এই মামলায় নির্যাতিতা আগে আদালতে জানিয়েছিলেন, সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করছে তৃণমূলের লোকজন। এ কথা শুনে জানুয়ারি মাসের শুরুর দিকে নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
![Calcutta High Court: সন্দেশখালি গণধর্ষণ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, থানার কাজে অসন্তুষ্ট আদালত Calcutta High Court: সন্দেশখালি গণধর্ষণ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, থানার কাজে অসন্তুষ্ট আদালত](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Calcutta-High-Court-2-1.jpg?w=1280)
কলকাতা: গত বছরের শুরুর দিকেই শেখ শাহজাহান-কাণ্ডে শিরোনামে আসে সন্দেশখালি। আর বছর ঘুরতেই আবারও সেই সন্দেশখালি থেকে সামনে এসেছে গুরুতর অভিযোগ। তৃণমূল নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। বেপাত্তা অভিযুক্ত তৃণমূল নেতা। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, এবার কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, পুলিশের তদন্ত যথেষ্ট নয়।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। বুধবার সেই মামলায় সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে সিট। এছাড়া পুলিশের ওই বিশেষ টিমে সদস্য হিসেবে থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুরিয়া বসিরহাট পুলিশ জেলার এসডিপিও।
সন্দেশখালি থানার তদন্তে সন্তষ্ট নয় আদালত। সে কথা উল্লেখ করেই বুধবার এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, তদন্তের অগ্রগতি কেমন হচ্ছে, সেই সংক্রান্ত রিপোর্ট এক মাস বাদে জমা দিতে হবে বসিরহাটের এসিজেএম আদালতে।
এই মামলায় নির্যাতিতা আগে আদালতে জানিয়েছিলেন, সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করছে তৃণমূলের লোকজন। এ কথা শুনে জানুয়ারি মাসের শুরুর দিকে নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হল। উল্লেখ্য, শেখ শাহজাহান পালিয়ে যাওয়ার পর এই সন্দেশখালিতেই মহিলাদের ওপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছিল। অনেকেই সংবাদমাধ্যমের সামনে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)