Calcutta High Court : আদালতের নির্দেশের পরও কেন স্কুলকে অনুমোদন নয়, মুখ্যসচিব ও অর্থসচিবকে তলব হাইকোর্টের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanjoy Paikar

Updated on: Apr 21, 2022 | 6:47 PM

Calcutta High Court : আদালতের নির্দেশের পরও অনুমতি পায়নি স্কুলটি। তারপরই আজ মামলার শুনানিতে বিচারপতি দুই আমলাকে আদালতে হাজিরার নির্দেশ দিলেন। ৪ বছর পরও কেন নির্দেশ কার্যকর হল না, তা জানতে চেয়েছে আদালত।

Calcutta High Court : আদালতের নির্দেশের পরও কেন স্কুলকে অনুমোদন নয়, মুখ্যসচিব ও অর্থসচিবকে তলব হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি

Follow us on

কলকাতা : আদালতের নির্দেশের পরও সরকারি অনুমোদন পায়নি একটি স্কুল। এই নিয়ে একটি মামলায় এবার বিপাকে পড়লেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব। তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শেখর ববি শরাফের সিঙ্গল বেঞ্চ। ১৭ মে আদালতে হাজির হতে হবে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিব মনোজ পন্থকে। তাঁদের ব্যাখ্যা দিতে হবে, আদালতের নির্দেশের পরও কেন অনুমোদন দেওয়া হয়নি স্কুলকে। তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে আইনি পদক্ষেপ করা হবে না, তারও ব্যাখ্যা দিতে হবে দুই শীর্ষ আমলাকে।

২০১৮ সালে নোবেল মিশন নামে ওই স্কুলকে সরকারি অনুমোদন দিতে নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্য়ায়। মাস এডুকেশন ডিপার্টমেন্ট অনুমোদন দেয়। কিন্তু, সরকারি অনুদান পাওয়া নির্ভর করে অর্থ দফতরের অনুমোদনের উপর। ২০১৮ সালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্যকে ৬ সপ্তাহ সময় দেন অনুমোদনের জন্য। কিন্তু, সেই নির্দেশ কার্যকর হয়নি।

২০১৯ সালে এই নিয়ে আদালত অবমাননার মামলা হয়। তারপরও অনুমতি পায়নি স্কুলটি। তারপরই আজ মামলার শুনানিতে বিচারপতি দুই আমলাকে আদালতে হাজিরার নির্দেশ দিলেন। ৪ বছর পরও কেন নির্দেশ কার্যকর হল না, তা জানতে চেয়েছে আদালত।

আরও পড়ুন : Teacher Transfer Case: শিক্ষক বদলিতে মোটা টাকা দাবি, এখানেও বড় ষড়যন্ত্র? সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

Latest News Updates

Related Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla