Justice Abhijit Ganguly: সুপ্রিম নির্দেশ কার্যকর করতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নথি চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
Justice Abhijit Ganguly: আদালত সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশ মেনে এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে রমেশ মালিক এবং সৌমেন নন্দী সংক্রান্ত সমস্ত ফাইল চাওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সেই নথি পৌঁছবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস টি এস শিবজ্ঞানমের কার্যলয়ে।
কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abijit কাছ থেকে মামলার ফাইল ফেরত চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস টি এস শিবজ্ঞানমের কার্যলয় থেকে তলব করা হয়েছে নথি। ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আদালতে। কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এই মামলা এবার কোন বিচারপতির কাছে যাবে সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আদালত সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশ মেনে এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে রমেশ মালিক এবং সৌমেন নন্দী সংক্রান্ত সমস্ত ফাইল চাওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সেই নথি পৌঁছবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস টি এস শিবজ্ঞানমের কার্যলয়ে। যেহেতু প্রধান বিচারপতি হাইকোর্টের রোস্টার ঠিক করেন অর্থাৎ কে-কোন মামলা শুনবেন তার তালিকা নির্ধারণ করেন, সেই কারণে এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন উক্ত দু’টি মামলা এবার কার এজলাসে যাবে। সম্ভবত আগামিকালই এই সিদ্ধান্ত হয়ে যাবে কার ঘরে এই দু’টি মামলা শোনা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ দেন। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের অনুবাদ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাঠানো নোট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ। দুটি মামলা সরানোর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া দু’টি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।এ বার ওই মামলার ফাইল ফেরত চাওয়া হল বিচারপতির কাছ থেকে।