কয়লা কেলেঙ্কারি ছিলই, তা বলে ক্যালিফোর্নিয়াম? তৃণমূল নেতার ঘরে ‘পরশ পাথর’ মানবিক না পরমাণবিক?

Californium: ঘটনায় রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল। নেতারাও তোপ দাগছেন। বিশেষজ্ঞরা নানা আশঙ্কা করছেন। তেজস্ক্রিয় উদ্ধারের ঘটনা তদন্তকারীদেরও কপালে ভাঁজ ফেলেছে। কারণ, ক্যালিফোর্নিয়াম পাচারের ক্ষেত্রে প্রাথমিক তদন্তে আন্তর্জাতিক চক্রের পাশাপাশি বিহার ও বাংলার চক্রের যোগ থাকার সম্ভাবনা উঠে এসেছে।

কয়লা কেলেঙ্কারি ছিলই, তা বলে ক্যালিফোর্নিয়াম? তৃণমূল নেতার ঘরে ‘পরশ পাথর’ মানবিক না পরমাণবিক?
চাপানউতোর রাজনৈতিক মহল থেকে নাগরিক মহলে Image Credit source: Getty Images, TV9 GFX

Nov 29, 2024 | 9:02 PM

সুমন মহাপাত্র ও সিজার মণ্ডলের রিপোর্ট  খুনোখুনির কারবারে বোমা-বন্দুক-গুলি ছিলই। বাংলার রাজনীতিতে কি সাইলেন্ট কিলিং-এর অস্ত্রও আমদানি হচ্ছে? সপ্তাহখানেক আগে বিতর্কটা উস্কে দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর মুখেই বঙ্গ রাজনীতি প্রথম শুনেছিল রাশিয়ার কেমিক্যালের নাম। সঙ্গে গরু, কয়লা, পাথর, বালি পাচারের অভিযোগ তো ছিলই। এবার তেজস্ক্রিয় ধাতু পাচারেও নাম জড়াল তৃণমূলের! সেনা ও পুলিশের যৌথ অভিযানে নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিক এক্কার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পারমানবিক চুল্লির রাসায়নিক। সঙ্গে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ নথিও। ক্যালিফোর্নিয়াম বলে সন্দেহ করা বিরল এই তেজস্ক্রিয়ের এক গ্রামের দাম প্রায় ১৭ থেকে ১৯ কোটি টাকা। তা জেনেই চোখ কপালে উঠছে আম-আদমির।  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন