
সুমন মহাপাত্র ও সিজার মণ্ডলের রিপোর্ট খুনোখুনির কারবারে বোমা-বন্দুক-গুলি ছিলই। বাংলার রাজনীতিতে কি সাইলেন্ট কিলিং-এর অস্ত্রও আমদানি হচ্ছে? সপ্তাহখানেক আগে বিতর্কটা উস্কে দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর মুখেই বঙ্গ রাজনীতি প্রথম শুনেছিল রাশিয়ার কেমিক্যালের নাম। সঙ্গে গরু, কয়লা, পাথর, বালি পাচারের অভিযোগ তো ছিলই। এবার তেজস্ক্রিয় ধাতু পাচারেও নাম জড়াল তৃণমূলের! সেনা ও পুলিশের যৌথ অভিযানে নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিক এক্কার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পারমানবিক চুল্লির রাসায়নিক। সঙ্গে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ নথিও। ক্যালিফোর্নিয়াম বলে সন্দেহ করা বিরল এই তেজস্ক্রিয়ের এক গ্রামের দাম প্রায় ১৭ থেকে ১৯ কোটি টাকা। তা জেনেই চোখ কপালে উঠছে আম-আদমির। ...