Moloy Ghatak: আলিপুরে মলয় ঘটকের CA-র বাড়িতেও CBI হানা

Alipurduar: সিবিআই সূত্রে খবর, আলিপুরে ৮/১ অবস্থিত শ্যাম ভাটিকা নামের একটি আবাসনে দিওয়ান পরিবার বসবাস করে। পার্কস্ট্রিট এলাকায় রয়েছে তাঁদের কাপড়ের ব্যবসা।

Moloy Ghatak: আলিপুরে মলয় ঘটকের CA-র বাড়িতেও  CBI হানা
মলয় ঘটক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 10:32 AM

কলকাতা: সাত-সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে চলল সিবিআই (CBI) তল্লাশি। কয়লা পাচার কাণ্ডে এই তল্লাশি চালানো হয়েছে।বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তবে শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর সিএ বা চাটার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও পৌঁছে গিয়েছেন তারা।

সিবিআই সূত্রে খবর, আলিপুরে ৮/১ অবস্থিত শ্যাম ভাটিকা নামের একটি আবাসনে দিওয়ান পরিবার বসবাস করে। পার্কস্ট্রিট এলাকায় রয়েছে তাঁদের কাপড়ের ব্যবসা। তবে দিওয়ান পরিবারের এক ভাই প্রতীক দিওয়ান পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ড। বাকি ভাইরা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। এমনটাই জানা গিয়েছে দিওয়ান পরিবারের গাড়ির চালকের তরফে। পাশাপাশি আরও জানা যাচ্ছে, এই আবসনে একমাত্র প্রতীক থাকেন। পরিবারের বাকি সদস্যরা থাকেন অন্যত্র।

বুধবার সকাল সাতটা নাগাদ সিবিআই এর পাঁচজন প্রতিনিধি দল আসেন এই বাড়িতে। যেহেতু আজ একযোগে আসানসোল, কলকাতায় মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং ওই একই সময় এই শ্যাম ভাটিকাতেও গোয়ন্দাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সেই কারণে মনে করা হচ্ছে মন্ত্রীর সঙ্গে প্রতীকবাবুর যোগাযোগ থাকলেও থাকতে পারে।

উল্লেখ্য,জুলাই মাসে মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন ইডি। কিন্তু সে সময় ইডি দফতরে হাজিরা দেননি তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার মধ্যেই সিবিআই হানা। কয়লা পাচারকাণ্ডে সিবিআই ও ইডি সমান্তরাল ভাবে তদন্ত করছেন। আজ সকাল ৮.১৫ মিনিট নাগাদ মন্ত্রীর পুরনো বাড়িতে যায় সিবিআই। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে পুরনো বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারীরা। যদিও, কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েক বার নোটিস দেওয়া সত্ত্বেও মলয় তদন্তকারীদের মুখোমুখি হননি। ১৪ সেপ্টেম্বর তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। এই নিয়ে আগেই মলয় ঘটকের প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরেননি।