অস্বস্তিতে বিমল গুরুং, মদন তামাং খুনের মামলায় ‘প্রমাণ-সহ’ হাইকোর্টে হাজির সিবিআই

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 13, 2021 | 4:58 PM

সিবিআইয়ের আইনজীবী অনির্বাণ মিত্র আদালতকে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে বিমল গুরুংয়ের ওই ঘটনায় জড়িত থাকার।

অস্বস্তিতে বিমল গুরুং, মদন তামাং খুনের মামলায় প্রমাণ-সহ হাইকোর্টে হাজির সিবিআই
১১ বছর আগের মামলায় অস্বস্তিতে বিমল গুরুং

Follow Us

কলকাতা: মদন তামাং খুনের মামলায় নিম্ন আদালতে রেহাই পেলেও অস্বস্তি বাড়ল বিমল গুরুঙের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি হাইকোর্টে একই আবেদন করেছেন মৃত অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা মদনের স্ত্রী ভারতী তামাংও। শুক্রবারই এই দুই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দুটি উঠলে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে তিনি ওই মামলাগুলি শুনতে চাননি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছেই পুনরায় তিনি তা ফিরিয়ে দিয়েছেন।

দার্জিলিঙের ক্লাব সাইট রোডে ২০১০ সালের ২১ মে প্রকাশ্য দিবালোকে খুন হন মদন তামাং। রক্তাক্ত অবস্থায় তাঁর রাস্তায় পড়ে থাকার সেই ছবি এখনও অনেক রাজ্যবাসীর মনেই টাটকা। সেই ঘটনায় বিমল গুরুং-সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিমল গুরুং-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, এই খুনের আগে তিনি চন্দ্রমান ধুরা এলাকায় নিজের ঘনিষ্ঠদের নিয়ে এক বৈঠক করেন। সেই বৈঠকেই মদনকে চিরতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয় বলে অভিযোগ।

মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। খুনের ঘটনায় ২২ জনকে পলাতক দেখিয়ে চার্জশিট জমা দেওয়া হয়। পরে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআইও অভিযুক্ত করে বিমলকে। কিন্তু ২০১৭ সালের ১৭ অক্টোবর কলকাতায় নগর দায়রা আদালত ওই মামলা থেকে অব্যাহতি দেয় গুরুংকে। আদালতের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে সিবিআই দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের।

এই মামলায় সিবিআইয়ের আইনজীবী অনির্বাণ মিত্র আদালতকে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে বিমল গুরুংয়ের ওই ঘটনায় জড়িত থাকার। তাই নিম্ন আদালতের নির্দেশ খারিজ করার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।

কিন্তু নিম্ন আদালত ক্লিনচিট দেওয়ার ৪ বছর কেটে যাওয়ার পর সিবিআই নতুন করে বিমল গুরুঙের বিরুদ্ধে মামলা করায় গোটা ঘটনাক্রম নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক অংক কষার অভিযোগ উঠেছে।

গতবছর দুর্গাপুজোর আগেই বিজেপির শিবির থেকে তৃণমূল শিবিরে ঢুকে পড়েছিলেন বিমল গুরুং। আর মাত্র কয়েকদিন আগেই তার একদা তার ঘোষিত শত্রু বিনয়ের সঙ্গে বৈঠক করেন বিমল। এই অবস্থায় রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বিমল গুরুংকে বিজেপি চাপে রাখতে চাইছে কিনা সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে।

প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে ফিরে এসে পুনরায় শাসক শিবিরের কাছে বশ্যতা স্বীকার করার পর বিমল গুরুঙের বিরুদ্ধে থাকা প্রচুর মামলা প্রত্য়াহার করে নিয়েছিল রাজ্য সরকার। নিম্ন আদালতগুলিতে থাকা প্রায় ৭০ টি মামলা ফিরিয়ে নেওয়া হয়। যদিও ইউএপিএ ধারায় থাকা মামলা ফেরানো হয়নি। তবে সিবিআই নতুন করে আদালতে এই আবেদন করায় বিমল গুরুঙের যে অস্বস্তি বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। আরও পড়ুন: ‘বিজেপির টিকিটেই দাঁড়ালে বিপুল ভোটে ফের জিতব কৃষ্ণনগরে’, সহাস্য মুখে নয়া ইঙ্গিত মুকুলের

Next Article