Recruitment Scam: ফ্ল্যাট, গয়না সবই দুর্নীতির টাকায়? এসপি সিনহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্জশিটে
Recruitment Scam: এসপি সিনহার ওই ফ্ল্য়াট থেকে ১৫ হাজার প্রার্থীর তালিকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছিল।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চার্জশিট দিচ্ছে সিবিআই। মঙ্গলবার নবম-দশমের নিয়োগ মামলায় একটি চার্জশিট পেশ করা হয়েছে। বুধবার, একাদশ-দ্বাদশের মামলায় আরও একটি চার্জশিট পেশ করা হল। তাতে নাম রয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ একাধিক অভিযুক্তের। নিয়োগ দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের যে প্রাক্তন কর্তাদের যোগ পেয়েছিলেন গোয়েন্দারা, তাঁদের মধ্যে অন্যতম এসপি সিনহা।
সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ রয়েছে এসপি সিনহার সার্ভে পার্কের ফ্ল্যাটের বিষয়টিও। সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৬০ লক্ষের গয়না ও ৫০ লক্ষ টাকা উদ্ধার হওয়ার বিষয়টিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালে কেনা হয়েছিল ওই সার্ভে পার্কের ফ্ল্যাট। আগেই ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তখনই উদ্ধার হয়েছিল ওই নগদ টাকা ও গয়না। সে সবই দুর্নীতির টাকায় কেনা বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই আরও উল্লেখ করেছে, এসপি সিনহার স্ত্রীর ঘনিষ্ঠের নামে কেনা হয়েছিল বিউটি পার্লার।
উল্লেখ্য, এসপি সিনহার ওই ফ্ল্য়াট থেকে ১৫ হাজার প্রার্থীর তালিকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছিল। যা থেকে এসপি সিনহার সঙ্গে দুর্নীতির যোগ আরও স্পষ্ট হয়ে বলে মনে করছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রের খবর, চলতি সপ্তাহেই জমা পড়বে এই দুর্নীতি সংক্রান্ত আরও একটি চার্জশিট। সিবিআই সূত্রে খবর, ওই চার্জশিটে কুন্তল ছাড়াও নাম থাকতে চলেছে তাপস মণ্ডল ও আর এক এজেন্ট নীলাদ্রি ঘোষের। অভিযোগ, এই তিনমূর্তির মাধ্যমে চলেছিল চাকরি বিক্রির কারবার।
