CBI: কোন কোন দিকে বিশেষ নজর? বৈঠক বসল CBI-এর

Soumya Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 14, 2024 | 2:38 PM

CBI: এখানেই শেষ নয়, এই ঘটনার এক মাস আগের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই কি নির্যাতিতাকে টার্গেট করেছিল অভিযুক্ত? তাঁর উপর কি নজর রাখা হচ্ছিল? অভিযুক্ত কি আগেই হাসপাতালে এসেছিল?

CBI: কোন কোন দিকে বিশেষ নজর? বৈঠক বসল CBI-এর
সিবিআই।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর-কাণ্ডে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দ্রুত এই মামলার কেস ডায়রি পুলিশের কাছে থেকে নিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আর তদন্তভার হাতে নিয়েই বুধবার সিজিও কমপ্লেক্সে বৈঠক স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের। বৈঠকে বসলেন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ।

এখানেই শেষ নয়, এই ঘটনার এক মাস আগের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই কি নির্যাতিতাকে টার্গেট করেছিল অভিযুক্ত? তাঁর উপর কি নজর রাখা হচ্ছিল? অভিযুক্ত কি আগেই হাসপাতালে এসেছিল? এই দিকগুলোতেই বিশেষ নজর দিতে বলা হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি বিশেষ নজর দিতে বলা হয়েছে তিলোত্তমার নাইট ডিউটিতে অভিযুক্ত হাসপাতালে এসেছিল কি না তা খুঁজে বের করতে নির্দেশ।

এ দিকে, আজ কলকাতা পুলিশ মেডিক্যাল করিয়ে অভিযুক্তকে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। কলকাতা পুলিশের এসআইটি-র সদস্যরা সিজিওতে পৌঁছে যাবতীয় নথি তুলে দেওয়ার পাশাপাশি সিবিআই এর আধিকারিকদের কেস ডায়রির যাবতীয় তথ্য বুঝিয়ে দেন। ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকদের  সঙ্গে নিয়ে জোঁকা ইএসআই হাসপাতালে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।

Next Article