CBI On Bikash Mishra: বিকাশ মিশ্রের আদৌ কী শারীরিক সমস্যা? এবার সেটাই জানতে তত্‍পর সিবিআই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2021 | 1:02 PM

CBI On Coal Scam Case: সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল। যদিও আগেই বিকাশ কলকাতায় চলে আসায় সশরীরে এদিন এজলাসে হাজির হতে পারেননি তিনি। উপস্থিত ছিলেন বিকাশ মিশ্রের আইনজীবী।

CBI On Bikash Mishra: বিকাশ মিশ্রের আদৌ কী শারীরিক সমস্যা? এবার সেটাই জানতে তত্‍পর সিবিআই
নিজাম প্যালেসের সামনে সিবিআইয়ের গাড়িতে বিকাশ মিশ্র। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রর কী শারীরিক সমস্যা রয়েছে, তা জানতে তত্পর সিবিআই। আসানসোল জেল, আসানসোল জেলা হাসপাতাল, এসএসকেএম ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিবিআই।

সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল। যদিও আগেই বিকাশ কলকাতায় চলে আসায় সশরীরে এদিন এজলাসে হাজির হতে পারেননি তিনি। উপস্থিত ছিলেন বিকাশ মিশ্রের আইনজীবী। বিকাশের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করলে সিবিআইয়ের আইনজীবী তার বিরোধিতা করেন। সব শুনে বিচারক বিকাশ মিশ্রকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২২ ডিসেম্বর ফের তাঁকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

শনিবার সিজেএম আদালতে বিকাশ মিশ্রের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজির করার কথা ছিল সোমবার। কিন্তু বিকাশ মিশ্র রবিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকেই পরে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সে কারণেই এদিন তিনি সশরীরে আদালতে হাজির হতে পারেননি।

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে শুক্রবারই কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতারের কথা জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিকাশের জামিনের আবেদন নাকচ করে দিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী বলেছিলেন, বিকাশ মিশ্র যেদিন সুস্থ হবেন, সেদিন তাঁকে এজলাসে হাজির করতে হবে। কিন্তু সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার কলকাতার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন বিকাশ মিশ্রকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। যদিও এই সিবিআই দফতরের ভিতরে যাননি বিকাশ। বাইরে গাড়িতেই বসেছিলেন। এরপর সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় আসানসোলে। নিয়মমতো শনিবার ও রবিবার সিবিআই আদালত বন্ধ থাকে। তাই শনিবার সন্ধ্যায় শুনানি হয়েছিল আসানসোল আদালতের সিজিএমের দায়িত্বে থাকা চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্পিত ভট্টাচার্যর এজলাসে।

কে এই বিকাশ মিশ্র?

কয়লা ও পাচার কাণ্ড অন্যতম লিঙ্কম্যান বিনয় মিশ্রের ভাই হলেন বিকাশ মিশ্র। শুধু কয়লা নয়, গরু পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে এই অভিযুক্তের ৷ প্রভাবশালীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে ৷ তদন্তকারীদের মতে বেআইনি লেনদেনের হিসেব রাখতেন বিকাশ ৷

বিনয় মিশ্রকে এখনও গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা। ভিন দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন বিনয় মিশ্র। বিকাশ মিশ্রকে গ্রেফতারের পর ইতিমধ্যেই ১ নম্বর ধর্মদাস রো’তে বিনয়-বিকাশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তের স্বার্থে অনেক দিন ধরেই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন। কিন্তু অসুস্থতার কারণ দর্শিয়ে এখনও পর্যন্ত জেরার সম্মুখীন সে অর্থে হননি বিকাশ মিশ্র।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে গিয়ে জলসায় চটুল নাচ না-পসন্দ ছিল প্রেমিকের, প্রেমিকা চালিয়ে দিল ‘গুলি’!

Next Article