
কলকাতা: বুধবার নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে খবর, গতকাল দু’ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হবে ফেরা জেরা পর্ব। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, শাহজাহানকে কী কী প্রশ্ন করা হবে তার একটি প্রশ্নমালা সাজিয়েছেন আধিকারিকরা। ২৫০ প্রশ্নের প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সেখানে ইডি অফিসারদের উপর হামলা থেকে শুরু করে শাহজাহানের ভেড়ির ব্যবসা,সব বিষয়ে প্রশ্ন ইতিমধ্যে তৈরি করেছেন গোয়েন্দারা।
‘বাঘকে’ ‘প্যাঁচে’ ফেলতে সম্ভাব্য কী কী প্রশ্নমালা সাজানো হয়েছে?
১) ইডি-র তল্লাশির সময় আপনি কোথায় ছিলেন? কী করছিলেন?
২) ইডি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল?
৩) কেন তল্লাশি চালাতে পারল না ইডি?
৪) আপনার ফোন ব্যস্ত ছিল কেন? কাকে ফোন করছিলেন?
৫) বাড়ির বাইরে এত লোকজন কীভাবে জড়ো হল? কার কথায় লোক জড়ো হল?
৬) আপনি কি ইডি অফিসারদের ঘেরাও করতে বলেছিলেন? হামলা চালাতে বলেছিলেন?
৭) বাইরে গোলমালের সময় বাইরে বেরিয়ে এসে লোকজনকে আটকালেন না কেন?
৮) তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর আপনি কোথায় গেলেন?
৯) এতদিন কোথায় ছিলেন?
১০) যারা হামলা চালাতে এসেছিল তারা কারা? তাঁরা এখন কোথায় আছে?
১১) তল্লাশি চালাতে গিয়ে Ed আপনাকে যে নম্বরে ফোন করছিল, সেই ফোন দুটি কোথায়?
১২) আপনার কি কি ব্যবসা আছে?
১৩) কোথায় কোথায় মাছের ভেড়ি আছে?
১৪) কবে থেকে রাজনীতি করছেন?
১৫) বর্তমানে যে দলের সঙ্গে যুক্ত আছেন, সেই দলে কবে থেকে যুক্ত?
১৬) কার হাত ধরে বর্তমান দলে যুক্ত হয়েছেন?
এ দিকে, গতকাল গোয়েন্দা হেফাজতে থাকাকালীন রাত্রিবেলা ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে শাহজাহানকে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। তবে রাত্রিবেলা নাকি ঘুমোতে পারেননি তিনি। বস্তুত, গতকাল সিবিআই হেফাজতে যাওয়ার পরই যেন বদলে যায় শাহজাহানের শরীরের ভাষা। যে শাহাজাহান এক সপ্তাহ আগেও দাপটের সঙ্গে বসিরহাট আদালতে গিয়েছিলেন তাঁকেই কার্যত দেখা গেল যেন ‘শুকিয়ে’ যেতে।