CBI Raid in Firhad Hakim’s House: রবিবার সাত-সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা CBI-এর
Firhad Hakim: সেই ঘটনার পর এবার পুরমন্ত্রীর বাড়িতে হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। মন্ত্রীর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি বলে জানা গিয়েছে।
কলকাতা: রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। এর আগে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর এবার পুরমন্ত্রীর বাড়িতে হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। মন্ত্রীর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি বলে জানা গিয়েছে।
এ দিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি বের হয় নিজাম প্যালেস থেকে। চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে। সূত্রের খবর, মন্ত্রী বাড়িতেই রয়েছেন। কোনও রকম উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে এক কোম্পানির জওয়ান। জানা যাচ্ছে, এ দিন পুরমন্ত্রীর নিরাপত্তার দল ফিরহাদ হাকিমের বাড়িতে এসেছিলেন। কারণ, মন্ত্রী নিজস্ব কিছু কর্মসূচি ছিল। তাই তিনি যাতে বেরিয়ে না যান সেই কারণে আগেভাগেই পৌঁছেছে গোয়েন্দা আধিকারিকরা।
এদিকে, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছনোর খবর চাউর হতেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী থেকে শুরু করে এলাকাবাসী। উত্তেজিত এক কর্মী বলেন, “জয় শাহর বাড়িতে যে আগে তল্লাশি চালানো হয়। ওরা বাংলায় কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। ওরা কিছুই করতে পারবে না।” আরও এক এলাকাবাসী বলেন, “দাদাকে ভালবেসে এসেছি। আমরা কোনও পার্টির কর্মী নই।”