CBI Raids Sudipta Roy’s House: সিঁথির মোড়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির CBI, মোড় ঘুরছে RG Kar-মামলার?

RG Kar Case: সুদীপ্তর এই বাড়ির সঙ্গেই রয়েছে তাঁর একটি প্রাইভেট নার্সিংহোম। সেখানেই এদিন সিবিআই -এর অ্যাসিস্ট্যান্ট IO, ইন্সস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরা আসেন। তল্লাশি চালাচ্ছেন তাঁরা। যদিও সুদীপ্ত এখন বাড়িতে নেই।

CBI Raids Sudipta Roys House: সিঁথির মোড়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির CBI, মোড় ঘুরছে RG Kar-মামলার?
চিকিৎসক সুদীপ্ত রায় Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2025 | 5:33 PM

কলকাতা: গত বছর (২০২৪) আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছিল গোটা রাজ্য। নির্যাতিতার মৃত্যুর ঘটনার তদন্তের পাশপাশি, তদন্ত চলছে আরজি কর মেডিক্যাল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেও। সেই ঘটনায় ফের একবার অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। সিঁথির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের ঠিকানায় সিবিআই।

সুদীপ্তর এই বাড়ির সঙ্গেই রয়েছে তাঁর একটি প্রাইভেট নার্সিংহোম। সেখানেই এদিন সিবিআই -এর অ্যাসিস্ট্যান্ট IO, ইন্সস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরা আসেন। তল্লাশি চালাচ্ছেন তাঁরা। যদিও সুদীপ্ত এখন বাড়িতে নেই।

আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ। তিলোত্তমার ঘটনার পরই সিবিআই-এর আতস কাচের তলায় আসেন তিনি। চিকিৎসকদের একাংশ বরাবরই দাবি করে এসেছেন, তিলোত্তমার ঘটনা একটি প্রাতিষ্ঠানিক খুন। এমনকী এই সরকারি হাসপাতালের দুর্নীতি নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগও তোলেন তাঁরা। সেই সময়ই শ্রীরামপুরের সাংসদ চলে আসেন সিবিআই র‌্যাডারে।

এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,তৃণমূল এই বিধায়ক সরকারি হাসপাতালের যন্ত্রপাতি নাকি নিজের নার্সিংহোমে নিয়ে যান। যার কোনও হিসাব নেই। যে কেউ গিয়ে সেই তথ্য যাচাই করতে পারে। এরপর গত বছরের সেপ্টেমবরে সিবিআই-এর টিম তাঁর এই বাড়িতেই তাঁর এই বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই ঘটনার প্রায় এক বছর পর ফের আবার সুদীপ্তর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের। প্রসঙ্গত, গত বছরের অগস্টে উদ্ধার হয়েছিল আরজি করের পড়ুয়া চিকিৎসকের নিথর দেহ। সেই ঘটনায় পেশায় সিভিক ভলান্টিয়রকে গ্রেফতার করে পুলিশ। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন।