Celebrity MLA: নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক

Celebrity MLA: তবে সেলিব্রিটি সব বিধায়ককে পারফর্ম করার জন্য আবেদন করা হয়েছে আয়োজকদের তরফে। গোটা অনুষ্ঠানের জন্য বাড়তি উদ্যাগ নিয়েছেন ইন্দ্রনীল সেন। এ ক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও উল্লেখযোগ্য।

Celebrity MLA: নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
শুরু হয়ে গেল তোড়জোড়Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 17, 2025 | 5:35 PM

কলকাতা: বিধানসভায় এবার সেলিব্রিটি বিধায়কদের পারফর্ম্যান্স। স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিধানসভায় অনুষ্ঠান ২৩ এপ্রিল। পারফর্ম করবেন রাজ্যের সব সেলিব্রেটি বিধায়করা। কেমন হবে সেই অনুষ্ঠান, কে কী পারফর্ম করবেন, কতক্ষণ করবেন এসব নিয়ে এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক হয়ে গেল। 

সূত্রের খবর, এখনও পর্যন্ত যা স্থির হয়েছে তাতে পারফর্ম করার কথা এক ঝাঁক হেভিওয়েটদের। তালিকায় রয়েছেন… 

ব্রাত্য বসু (আবৃত্তি) 

ইন্দ্রনীল সেন (গান) 

বাবুল সুপ্রিয়( গান) 

কাঞ্চন মল্লিক (হাস্য কৌতুক) 

অদিতি মুন্সি (গান) 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (নাচ)

লাভলি মৈত্র (নাচ)

রাজ চক্রবর্তী ( কি করবেন স্থির হয়নি) 

নয়না বন্দ্যোপাধ্যায় (এখনও স্থির হয়নি) 

চিরঞ্জিত চক্রবর্তী (স্থির হয়নি)

তবে সেলিব্রিটি সব বিধায়ককে পারফর্ম করার জন্য আবেদন করা হয়েছে আয়োজকদের তরফে। গোটা অনুষ্ঠানের জন্য বাড়তি উদ্যাগ নিয়েছেন ইন্দ্রনীল সেন। এ ক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও উল্লেখযোগ্য। এদিনের বৈঠকে যেমন ইন্দ্রনীল, ব্রাতারা ছিলেন তেমনই ছিলেন অদিতি, সায়ন্তিকা, লাভলিরাও। রাজ চক্রবর্তী আমেরিকায় থাকার জন্য আজ বৈঠকে ছিলেন না। তবে ২৩ এপ্রিল থাকবেন বলে খবর। 

অন্যদিকে রাজ্যের এক সেলিব্রেটি বিধায়ক এই অনুষ্ঠান করার জন্য নানা যন্ত্রাংশ ব্যবহারের জন্য অর্থ চেয়েছেন বলে খবর। শেষ পর্যন্ত তিনি পারফর্ম করবেন কি না তা নিয়ে আলোচনা চলছে বিধানসভার অন্দরে। অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ যাচ্ছে বিরোধী দলের বিধায়কদের কাছেও। প্রসঙ্গত, বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রতিবার অনুষ্ঠান হয়। কিন্তু সেলিব্রেটি বিধায়কদের এমন পারফর্ম এইবারই প্রথম হতে চলেছে। এখন দেখার শেষ পর্যন্ত কারা কারা পারফর্ম করেন।