
কলকাতা: মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য বড়সড় স্বস্তি কেন্দ্র সরকারের। বাজেটে বড় ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না কোনও আয় কর। নির্মলার এই ঘোষণার পরেই তোলপাড় শুরু হয়ে গিয়ছে গোটা দেশে। এই ঘোষণায় যে মধ্যবিত্ত ও উচ্চ মধ্য়বিত্তের একটা বড় অংশ বিশেষভাবে লাভবান হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু, কী ভাবছে জনতা? বাঁকুড়া থেকে শিলিগুড়ি, জেলায় জেলায় পৌঁছে গিয়েছিল টিভি ৯ বাংলার ক্যামেরা। উঠে এল নানা মুনির নানা মত। তবে নির্মলার এই ঘোষণা সদর্থকভাবেই দেখছেন সিংহভাগ মানুষ।
বাঁকুড়ার এক বাসিন্দা বলছেন, “আগের কর কাঠামোতে যে ট্যাক্স ছিল তাতেই আমাদের এখনও ট্য়াক্স দিতে হচ্ছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে যদি কর ছাড় হয় তাহলে তো অনেকটাই স্বস্তির খবর। সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। জীবনধারণের ক্ষমতা বাড়বে, সঞ্চয় বাড়বে।” শিলিগুড়ির এক বাসিন্দা বলছেন, “মধ্যবিত্তদের জন্য এটা অবশ্যই ভাল খবর। প্রত্যাশা তো ছিলই। কারণ অনেক বছর ধরে অপেক্ষা চলছিল। প্রতিবারই প্রত্যাশা বাড়লেও তা পূরণ হয়নি। চাকরিজীবীদের জন্য এটা ভাল খবর। এতদিন করের আওতায় ছিলাম। এবার আর থাকতে হবে না। প্রতিবারই একটা বড় টাকা কেটে নিত। আর নেবে নেবে না। ভাল লাগছে।”
খুশি শহর কলকাতার বাসিন্দারাও। শহরের এক বাসিন্দা বলছেন জিনিসপত্রের দাম আরও কমলে ভাল হতো। তাঁর কথায়, “ কর ছাড় অবশ্যই ভাল খবর। মধ্যবিত্তের সুবিধা হবে। আরও কিছু সুবিধা করলে আরও ভাল হবে। সারা বছর তো বাজেটে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। জিনিসপত্রের দাম আরও কমালে ভাল হবে।” তবে ভিন্ন মত যে উঠে আসছে না এমনটা নয়। অনেকেই আবার বলছেন, এতে শুধুমাত্র একাংশের মানুষই সুবিধা পাবে। কারণ, সমাজে সিংহভাগ মানুষের আয়ই ১০ লক্ষের উপরে নয়। শহরের আর এক বাসিন্দা বলছেন, “খুব ভালই সিদ্ধান্ত। আনন্দের খবর। কিন্তু, সবার আয়, সবার ক্ষমতা দ্রুত ১২ লাখে পৌঁছাক। তাহলেই সেটা আরও আনন্দের হবে। কারণ, সবার তো সেই সক্ষমতা নেই। তাই যাঁদের সেই ইনকাম নেই তাতে এই খবরে আনন্দ আর নিরানন্দ একই ব্যাপার।” যদিও আর একজন তো খানিক কটাক্ষের সুরেই বললেন, “আসলে আদার ব্যাপারী আমরা। ১২ লাখ তো ইনকামই নয়। কর নিয়ে ভেবে কী করব।”