Chandara Bose: ১০ বছর আগের প্রতিপক্ষ মমতাকে ভোটের আগে ‘দেশের নেত্রী’ হতে বললেন চন্দ্র বসু

Mamata Banerjee: এদিন মঞ্চে দাঁড়িয়ে নেতাজির অবদানের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ নেতাজি বেঁচে থাকলে, তাঁকেও কি শুনানিতে ডাকা হত!" নেতাজির জন্মদিনকে কেন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয় না, সেই প্রশ্নও তোলেন মমতা।

Chandara Bose: ১০ বছর আগের প্রতিপক্ষ মমতাকে ভোটের আগে দেশের নেত্রী হতে বললেন চন্দ্র বসু

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 23, 2026 | 5:40 PM

কলকাতা: রাজনীতিতে রঙ বদলায় প্রতিনিয়ত। আজ, শুক্রবার নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সে কথাই আরও একবার স্পষ্ট হল। ১০ বছর আগে এরকম বিধানসভা নির্বাচনের আগে একে অপরেরর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু। আজ, সেই চন্দ্র বসুই বসলেন মমতার সঙ্গে এক মঞ্চে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দেশের নেত্রী ‘ হতে বললেন তিনিই।

এদিন রেড রোডের অনুষ্ঠানে চন্দ্র বসু বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দেশের নেত্রী হিসেবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শই একমাত্র ভারতকে রক্ষা করার পথ।” উল্লেখ্য, ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্রে মমতার প্রতিপক্ষ ছিলেন চন্দ্র বসু।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “ভোট আসছেন। এমন অনেকেরই বদল দেখবেন। এই ধরনের নেতাদের মতি এবং গতি লক্ষ্যণীয়।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে নেতাজির অবদানের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ নেতাজি বেঁচে থাকলে, তাঁকেও কি শুনানিতে ডাকা হত!” নেতাজির জন্মদিনকে কেন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয় না, সেই প্রশ্নও তোলেন মমতা। বলেন, “আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা হয়নি।” আবার এ কথাও বলেন, “আজও নেতাজির মৃত্যুদিন বলতে পারি না।”

‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ নেতাজির সেই ঐতিহাসিক বক্তব্য বলেন, আমি রক্ত দিতে বলছি না, কিন্তু প্রাণটাকে বাঁচান। ছাত্র-ছাত্রী, খেলায়াড়, শিল্পীরা এগিয়ে আসুন। একে অন্যের পাশে দাঁড়ান।’