কলকাতা : বাজেট অধিবেশনের শুরুতেই কার্যত নজিরবিহীন ঘটনা বিধানসভায়। বিরোধীদের বিক্ষোভের জেরে বাজেট অধিবেশন শুরুর ভাষণ পাঠই করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে ভাষণ পাঠের অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেকের সেই ঘটনার জের চলল দিনভর। রাজ্যপালকে নিগ্রহ করা হয়েছে, এমন অভিযোগ তুলে রাজভবনেও গেলেন বিজেপি বিধায়কেরা। আর নিগ্রহের কথা শুনেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দিকে সরাসরি রাজ্যপালকে নির্যাতন করার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তা শুনেই চন্দ্রিমা বললেন, ‘উনি কি ঢং করতে করতে এতই দুর্বল হয়ে গিয়েছেন! অত বড় লম্বা-চওড়া একটা মানুষকে আমরা নির্যাতন করব?’
চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, মুখ্যমন্ত্রী হাত জোড় করে রাজ্যপালকে অনুরোধ জানাচ্ছেন, এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। তিনি জানান, ভাষণ পড়তে রাজ্যপালের কাছে হাতজোড় করে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সংবিধান অনুসারে কাজ করেননি বলেও দাবি করেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘ওনার ভাষণ পছন্দ নাও হতে পারে। কিন্তু, ভাষণ পাঠ করা ওনার সংবিধানিক দায়িত্ব। যা করা উচিৎ ছিল, তা তিনি করেননি।’ বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘নিজেরা আগে সংবিধানটা পড়ুন, বুঝুন।’
শুভেন্দু দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর চোখের ইশারাতেই মহিলা বিধায়করা ধাক্কা দিয়েছেন রাজ্যপালকে। কিন্তু, চন্দ্রিমার পাল্টা দাবি, আদতে রাজ্যপাল আর বিরোধী দলনেতা শুভেন্দুর মধ্যেই চোখে চোখে কথা হয়েছে। কী ভাবে অধিবেশন-কক্ষে ২০-২৫ মিনিট ধরে বিক্ষোভে প্রশ্রয় দিলেন রাজ্যপাল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা। তাঁর দাবি, ওয়াকআউট করে যেতে বলেছেন রাজ্যপালই। রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘ঢং কর’ বলেও কটাক্ষ করেছেন চন্দ্রিমা। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর এত খারাপ অবস্থা হয়নি যে আমাদের চোখের ইশারা করবেন।’
পাশাপাশি, রাজ্যপালকে নিগ্রহ করার অভিযোগ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, ‘আমরা শারীরিক নির্যাতন করব? উনি কি এতই দুর্বল? ঢং করতে করতে এতই দুর্বল হয়ে গিয়েছেন? অত বড় লম্বা-চওড়া একটা মানুষ!’
নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘রাজ্যপাল স্বীকার করবেন কি করবেন না, জানি না। তবে রাজ্যপালকে ধাক্কা মেরেছে তৃণমূলের গুণ্ডা বিধায়করা। মুখ্যমন্ত্রীর চোখের ইশারায়, একাধিক মহিলা বিধায়ক শারীরিক নির্যাতন করেছে রাজ্যপালকে।’ চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ মহিলা বিধায়কদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি।
বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল এ দিন ভাষণ শুরু করার আগে থেকেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন : Srabanti Chatterjee: বেজির গলায় শিকল বেঁধে ছবি তুললেন কেন? চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শ্রাবন্তীকে