AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee in Netaji Indoor Stadium: রাজ্যের কোভিড পরিস্থিতি কী? বিশেষ নজর জেলায়, বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Kolkata: এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব-সহ অন্যান্য সচিবরা। উপস্থিত থাকার কথা বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদেরও। এখনও পর্যন্ত যেসকল প্রকল্প ঘোষণা করা হয়েছে সরকারের তরফে, সেই সমস্ত প্রকল্পগুলির বর্তমান অবস্থা কী, সবদিক খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee in Netaji Indoor Stadium: রাজ্যের কোভিড পরিস্থিতি কী? বিশেষ নজর জেলায়, বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
জাতীয় কর্মসমিতির বৈঠক কালীঘাটে (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 10:48 AM
Share

কলকাতা: রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন? বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ছাড় দেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে। এরই মধ্যে চলতিমাসেই রাজ্যের বকেয়া পুরভোট মিটবে। বৃহস্পতিবার থেকেই  খুলছে স্কুল-কলেজ। করোনা আবহে কী করে সংক্রমণ প্রতিরোধ করা যায়, কোন জেলায় কী পরিকাঠামো, সব দিক খতিয়ে দেখতেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নবান্ন সূত্রে খবর, সাধারণত জেলায় জেলায় হাজির হয়েই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে সে পরিকল্পনায় ছেদ পড়েছে। সংক্রমণ এড়াতে ভার্চুয়াল বৈঠকের পথেই হেঁটেছে নবান্ন। এ বার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরাসরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে সকলে সশরীরে হাজির হবেন না। সূত্রের খবর, জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন বৈঠকে।

এছাড়াও, এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব-সহ অন্যান্য সচিবরা। উপস্থিত থাকার কথা বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদেরও। এখনও পর্যন্ত যেসকল প্রকল্প ঘোষণা করা হয়েছে সরকারের তরফে, সেই সমস্ত প্রকল্পগুলির বর্তমান অবস্থা কী, সবদিক খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। করোনা কাঁটায় বেশ কয়েকটি প্রকল্প চালু হতে দেরি হয়েছে। যেমন ‘দুয়ারে সরকার’ প্রকল্প পিছিয়ে শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এই ক্ষেত্রে যাতে সব প্রতিকূলতা মিটিয়ে ফেলা সম্ভব হয়, তা কীভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর সূত্রের। পাশাপাশি, নতুন করে ঘোষিত প্রকল্পগুলি কত দ্রুত বাস্তবায়িত করা যায় সেদিকেও নজর দেওয়া হবে।

করোনা আবহে, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি সব রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলার কোনও জেলাশাসক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করে বিজেপি। যা নিয়ে বিতর্ক শুরু হয়। এ বার সরাসরি মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে বৈঠক করবেন। মূলত কোভিড পরিস্থিতির কথা  মাথায় রেখেই এই বৈঠক।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ২হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ৪.৬১ শতাংশে। বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১০৪ টি। গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩। দেশের মোট আক্রান্তের ৩.৯০ শতাংশ।

আরও পড়ুন: Mamata Banerjee in Netaji Indoor Stadium: ‘যখন কেউ বুঝতে চায় না, তখন…’, কংগ্রেস ছাড়াই ‘একলা চলার’ ডাক মমতার

আরও পড়ুন: Mamata Banerjee on Durga Puja 2022: ‘পুজো করে দেখিয়ে দেব…তাক লেগে যাবে গোটা দেশের’