CM Mamata Banerjee: সিঙ্গুর থেকেই ঘাটাল মাস্টারপ্ল্যানের উদ্বোধনের পথে মমতা, সঙ্গে দেব

CM Mamata Banerjee in Singur: ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি নিয়ে এর আগে রাজনৈতিক মহলে জলঘোলা কম হয়নি। গত শতাব্দীর আটের দশক থেকেই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু বাস্তবের মুখ দেখেনি। বঞ্চিতই রয়ে গিয়েছিলেন জেলার মানুষ। এদিকে বর্ষা হোক বা সামান্য বৃষ্টি, বন্যার ছবিটা বড্ড চেনা হয়ে গিয়েছিল ঘাটালবাসীর।

CM Mamata Banerjee: সিঙ্গুর থেকেই ঘাটাল মাস্টারপ্ল্যানের উদ্বোধনের পথে মমতা, সঙ্গে দেব
আজই সিঙ্গুরে মমতা Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 28, 2026 | 9:31 AM

কলকাতা: কিছুদিন আগেই সিঙ্গুর থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পরিবর্তনের হটস্পট সিঙ্গুরে সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে জমি আন্দোলনের আঁতুরঘর থেকে তিনি কী বার্তা দেন তা জানতে মুখিয়ে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন ঘাটালেন সাংসদ দেব। প্রতি বছর বন্যা থেকে মুক্তির পথ অবশেষে পেতে চলেছেন মেদিনীপুরের বিস্তৃর্ণ অংশের মানুষ। মমতা-দেবের সঙ্গেই মঞ্চে দেখা যাবে জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়াকেও। ভার্চুয়ালি ঘাটাল থেকে থাকবেন মন্ত্রী, জনপ্রতিনিধিরা। দুপুর ১টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে সভা রয়েছে মমতার। 

ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি নিয়ে এর আগে রাজনৈতিক মহলে জলঘোলা কম হয়নি। গত শতাব্দীর আটের দশক থেকেই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু বাস্তবের মুখ দেখেনি। বঞ্চিতই রয়ে গিয়েছিলেন জেলার মানুষ। এদিকে বর্ষা হোক বা সামান্য বৃষ্টি, বন্যার ছবিটা বড্ড চেনা হয়ে গিয়েছিল ঘাটালবাসীর। রাজ্যে পরিবর্তনের পরেও এখনও বাস্তবায়িত না হওয়ায় বারবার বিজেপির নিশানায় থেকেছে রাজ্যের শাসকদল। ক্ষোভ বেড়েছে ঘাটালেও। এর আগে লোকসভা ভোটের সময় প্রকল্প শুরুর কথা বলা হয়েছিল। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আরামবাগের একটি প্রশাসনিক থেকে দেবকে সঙ্গে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেছিলেন। সেই সময় ৫০০ কোটি ও পরবর্তীতে আরও দেড় হাজার কোটি টাকা রাজ্য সরকারের তরফে খরচ করা হবে বলে জানানো হয়। ঘাটাল সহ পাঁশকুড়ার বিভিন্ন নদীতে চলছে খনন কাজ, তৈরি করা হবে ব্রিজ, তৈরি হবে গেট। 

অন্যদিকে এদিন সিঙ্গুর থেকে কৃষকদের আধুনিক যন্ত্র, পাট্টা প্রদান কর্মসূচিও চলবে। সূত্রের খবর, ৬১৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা। অন্যদিকে সূত্রের খবর, সিঙ্গুরের সভা সেরেই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এসআইআর থেকে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, সাম্প্রতিক ইস্যুগুলিকে জাতীয় স্তরে তুলে ধরতেই কী দিল্লি যাত্রা? আলোচনা চলছে বিভিন্ন মহলে।