
কলকাতা: বছর শেষেই মেগা জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় হচ্ছে সভা। বড়জোড়া কলেজ মাঠে ইতিমধ্যেই জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে এর আগে একের পর এক জনসভা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়ান মমতা। এদিকে বিধানসভা ভোটের আগে মেরেকেটে হাতে আর কয়েক মাস। তার আগে এবার পশ্চিমাঞ্চলে যাচ্ছেন মমতা। বিগত নির্বাচনগুলিতে এই সব এলাকাতেই কড়া টক্কর দিয়েছে পদ্ম শিবির। তাই সেখান থেকে মমতা কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
তবে এই সভার আগের দিন অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর রাজারহাট নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণা করেছিলেন মমতা। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এবার তাই বাস্তবায়িত হতে চলেছে।
নিউ টাউনে দুর্গাঙ্গনের নির্মাণের দায়িত্বে রয়েছেন হিডকো। যার চেয়ারম্যান হিসাবে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৯ ডিসেম্বর হিডকোর পক্ষ থেকে বিকেল ৪টের সময় দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা। নিউ টাউনে ইকোপার্কের কাছে রামকৃষ্ণ মিশনের জমির পাশে এই দুর্গাঙ্গনের নির্মাণ হওয়ার কথা। বরাদ্দ ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।
শুধু একটি মন্দির নয়, সূত্রের খবর এটি একটি ‘দুর্গাপীঠ’ হবে। যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে। কলকাতার কাছে এই নতুন আকর্ষণ রাজ্য ও দেশের পর্যটকদের এখানে টেনে আনবে বলে বলে আশা করা হচ্ছে।