CM Mamata Banerjee: হিথরো বিমানবন্দরে ভয়াবহ আগুন, মমতার লন্ডন সফরসূচিতে বদল

CM Mamata Banerjee: ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যসচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির। রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল।

CM Mamata Banerjee: হিথরো বিমানবন্দরে ভয়াবহ আগুন, মমতার লন্ডন সফরসূচিতে বদল
পিছিয়ে যাচ্ছে মমতার সফর Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Mar 21, 2025 | 8:26 PM

কলকাতা: আগে থেকেই নির্ধারিত ছিল কর্মসূচি। শনিবারই দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আপাতত সেই কর্মসূচিই কিছুটা বদল হচ্ছে। নেপথ্যে হিথরো বিমানবন্দরের অগ্নিকাণ্ড। শনিবার সকালে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু, হিথরো বিমানবন্দরে আগুন লাগার জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে।অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয়েছে বলে জানা যাচ্ছে।

সে কারণেই মমতার সফরসূচিতে বেশ কিছুটা বদল হচ্ছে বলে সূত্রের খবর। ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যসচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ‍্যসচিব-শিল্প সচিব সহ প্রায় ২০ জনের মতো শিল্পপতি, বিনিয়োগকারী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাচ্ছেন। রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল। কিন্তু, হিথরো বিমানবন্দরে বড়সড় অগ্নিকাণ্ডের জেরে সেখানে বিমান ওঠানামার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে শুক্রবার সকালে পাওয়া আপডেটে জানা গিয়েছিল।

নিষেধাজ্ঞার কারণে বেড়েছে জটিলতা। এদিকে শনিবার সকালে যাত্রা করে শনিবার রাতেই পৌঁছানোর কথা ছিল মমতাদের। ছিল ঠাসা কর্মসূচি। তাই তড়িঘড়ি সূচিতে বেশকিছু বদল আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।