করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নবান্নে তৈরি নীল নকশা, জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2021 | 10:23 PM

COVID-19: এখনও বহু জায়গায় ভ্যাকসিন নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ় পেতেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে আবার প্রথম ডোজ় নেওয়ার পর নির্ধারিত সময় পার করে গেলেও দ্বিতীয় ডোজ় পাচ্ছেন না।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নবান্নে তৈরি নীল নকশা, জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব
ছবি: পিটিআই

Follow Us

কলকাতা: দেশে আবারও সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী। কয়েক দিনের কড়াকড়ি শিথিল হতেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। তার উপর আবার তৃতীয় ঢেউয়ের ‘ভবিষ্যৎবাণী’ও রয়েছে। সব মিলিয়ে উদ্বেগের ছাপ থেকেই গিয়েছে। এরই মধ্যে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৃহস্পতিবার নবান্ন থেকে স্বাস্থ্যসচিব ও জেলার স্বাস্থ্য আধিকারিকদদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যসচিব।

দিনক্ষণ নির্দিষ্ট করে তৃতীয় ঢেউয়ের আগমনী নির্ঘণ্ট প্রকাশ কখনওই সম্ভব নয়। তবে চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছেন, অগস্ট সেপ্টেম্বর নাগাদ ফের সংক্রমণ মাথাচাড়া দিতে পারে। এদিনের বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, চলতি মাসের মধ্যেই তৃতীয় ঢেউ মোকাবিলার সমস্ত পরিকাঠামোর প্রস্তুতি সেরে ফেলতে হবে।

অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা, নার্সদের প্রশিক্ষণ-পর্ব সমস্ত শেষ করতে হবে জুলাইয়ের মধ্যে। হাসপাতালগুলিকেও পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। টেস্টিং অর্থাৎ নমুনা পরীক্ষা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এদিনেরর বৈঠকে। এখনও এমন একাধিক জেলা রয়েছে, যেখানে সংক্রমণের ছবিটা পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। সে সব জায়গায়, কনটেইনমেন্ট জ়োনে বিধি নিষেধ আরও কড়া করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গার্ডেনরিচ ধর্ষণকাণ্ডে প্রথম গ্রেফতার, ধৃত আসগর তরুণীর পূর্ব পরিচিত, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য

এখনও বহু জায়গায় ভ্যাকসিন নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ় পেতেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে আবার প্রথম ডোজ় নেওয়ার পর নির্ধারিত সময় পার করে গেলেও দ্বিতীয় ডোজ় পাচ্ছেন না। যে সমস্ত জেলায় এই সমস্যা রয়েছে, তার আশু সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টিকারণের ক্ষেত্রে কোথায় কী বাধার কারণ হচ্ছে তাও দেখতে বলা হয়েছে। সীমান্ত এলাকাগুলিতে করোনা মোকাবিলায় বিশেষ নজরদারি রাখছে রাজ্য।

Next Article