Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chittaranjan College: সরস্বতী পুজোতেও কাটমানি চাওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, তপ্ত চিত্তরঞ্জন কলেজ

Chittaranjan College: সরস্বতী পুজোর ফান্ডকে কেন্দ্র করে কোন্দল বলে জানা যাচ্ছে। পরিচালন সমিতির সভাপতি বিধায়ক বিবেক গুপ্তের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি এ অভিযোগও উঠছে, কেবল সরস্বতী পুজো নয়, সব অনুষ্ঠানেই ৩০ শতাংশ কাটমানি নেন বিধায়ক।

Chittaranjan College: সরস্বতী পুজোতেও কাটমানি চাওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, তপ্ত চিত্তরঞ্জন কলেজ
চিত্তরঞ্জন কলেজে সরস্বতী পুজো নিয়ে সংঘাতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 7:49 PM

কলকাতা: সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্কলহ আবারও প্রকাশ্যে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চিত্তরঞ্জন কলেজের TMCP ইউনিটের। সরস্বতী পুজোর ফান্ডকে কেন্দ্র করে কোন্দল বলে জানা যাচ্ছে। পরিচালন সমিতির সভাপতি বিধায়ক বিবেক গুপ্তের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি এ অভিযোগও উঠছে, কেবল সরস্বতী পুজো নয়, সব অনুষ্ঠানেই ৩০ শতাংশ কাটমানি নেন বিধায়ক।

তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের এক সদস্যা বলেন, “সবে থেকে জিবি হয়েছে, তবে থেকেই আমাদের সমস্ত প্রোগ্রাম, অনুষ্ঠান, যাই হোক, তার জিবি প্রেসিডেন্ট আটকে দেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যিনি আসেন, পিএ, তিনিও কমিশন চান। আজ বাদে কাল সরস্বতী পুজো, কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছু করা হয়নি। কোনও ফান্ড তৈরি হয়নি। ”

আরও এক সদস্য বলেন, “কেবল সরস্বতী পুজো বলে কথা নয়, যে কোনও প্রোগ্রামেই জিবি প্রেসিডেন্ট আমাদের ফান্ড আটকে দেন। ওঁর এক সহকারি রয়েছেন, বোধহয় পায়েল নাগ তাঁর নাম, তিনি ফোন করে ৩০ শতাংশ কমিশন দাও, নাহলে কম্প্রোমাইজ করো, তাহলে ফান্ড ছাড়ব, নাহলে ফান্ড পাবে না।”

যদিও এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “বিবেক গুপ্তা কী বলেছেন, আমি জানি না। তবে আমার কাছে যদি কোনও অভিযোগ আসে, বিবেক গুপ্তা আমার বিধানসভার বিধায়ক, আমি ডেকে কথা বলব।” যদিও এই নিয়ে বিধায়ক বিবেক গুপ্তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।