
কলকাতা: কয়েকদিন আগেই নিজে গিয়ে সরজমিনে সবটা দেখে এসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শেষবেলার কাজ দেখে সন্তোষ প্রকাশও করেছিলেন। কিন্তু, কবে খুলবে দরজা তা তখনও জানা যায়নি। অবশেষে আগামী ১২ জুলাই উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। জলপাইগুড়ির পাহাড়পুরে তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের এই সার্কিট বেঞ্চ। তারই উদ্বোধনে হতে চলেছে আর মাত্র দেড় মাস পর।
সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর উপস্থিত থাকার কথা। শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বে অন্য সাত বিচারপতির উপস্থিতিতে হাইকোর্টে উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যের সঙ্গে। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেই অর্থ, পূর্ত সচিব উপস্থিত ছিলেন। ছিলেন এডিজি আইন শৃঙ্খলা। বৈঠকে এই উদ্বোধন অনুষ্ঠান কীভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যাবতীয় উদ্যোগ নেন।
প্রসঙ্গত, স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছে বিশাল ভবন। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। কয়েকদিন আগেই কাজ দেখতে সেখানে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি শম্পা সরকার-সহ অনেকেই।