RG Kar night protest: রাত দখলের মাঝে মহিলাকে কটূক্তি, প্রবল উত্তেজনা গড়িয়ায়, পৌঁছল বিশাল পুলিশবাহিনী
RG Kar night protest: গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ। তারই মধ্যে পুলিশের গাড়িতে চলল ভাঙচুর। গাড়িতে চলল ভাঙচুর।
কলকাতা: ১৪ অগস্টের পর বুধবার ফের রাত দখল চলছে গোটা রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় পথে নেমেছেন সাধারণ মানুষ। মহিলা-পুরুষ- প্রত্যেককেই এদিন প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে। আর তারই মধ্যে গড়িয়ায় ছড়াল প্রবল উত্তেজনা। পুলিশের গাড়িতে চলল ভাঙচুর। এক মহিলাকে কটূক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়ায় প্রথমে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন মহিলারা প্রতিবাদে সামিল হন, তারই মধ্য়ে এক ব্যক্তি মহিলাকে কটূক্তি করে। বাকিরা ওই ব্যক্তিকে ধরে মারধর করতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উপস্থিত লোকজনের অভিযোগ, ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আর তাতেই ক্ষুব্ধ হয় জনতা।
পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। নেতাজিনগর থানার পুলিশ এফআইআর দায়ের করছে। সিসিটিভি খতিয়ে দেখে চিহ্নিত করা হবে, কারা গাড়ি ভেঙেছে।
এই ঘটনার পর গড়িয়ার ৬ নম্বর বাসস্ট্যান্ডের সামনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রচুর মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে সিঁথির মোড়ে একই ছবি দেখা যায়। এক সিভিক ভলান্টিয়ারকে মদ্যপ অবস্থায় দেখা যায় বলে অভিযোগ তোলেন প্রতিবাদীরা। অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)