
কলকাতা: ফের বিরোধী দলের কর্মসূচী ঘিরে ধস্তাধস্তির ছবি সামনে এল। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যখন বিজেপি কর্মীরা বিশেষ কর্মসূচীতে সামিল হন, তখনই তাঁদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলেও বিজেপির রাজ্য সভাপতিকে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মহিলা পুলিশকর্মীদের দিয়ে বাইক আটকে দেওয়া হয়, এমন ছবিও ধরা পড়েছে।
২০ জুন দিনটি গোটা দেশ জুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল এই নির্দেশিকার বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সাফ জানিয়ে দেন, ১ বৈশাখ ছাড়া অন্য কোনও দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হবে না।
তবে শুক্রবার সকালে সেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির নেতা-কর্মীরা। পরিকল্পনা ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিজেপির ওই মিছিল যাবে নেতাজির বাড়ির দিকে। বাইকে চেপে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তারপরই পুলিশ বাধা দেয়।
এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একা বাইকে চেপে এগোতে থাকেন। পিছনে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তাঁরা প্রশ্ন তোলেন, কেন নেতাজির বাড়ি যাওয়ার পথে আটকাবে পুলিশ?
বৃহস্পতিবারই বজবজে গিয়ে বাধার মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। তাঁর দিকে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। ওই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। একজন সাংসদের সঙ্গে কীভাবে এমন আচরণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।