Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, ৫ দিনের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কোন কোন জেলা

Weather Update: শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের কর্তাদের। দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সুন্দরবনেও সকাল থেকে মেঘলা আকাশ।

Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, ৫ দিনের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কোন কোন জেলা
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 8:33 AM

কলকাতা: হুট করে হাওয়াবদল! পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফাল্গুনে বর্ষার আবহ। মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলায়। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। তবে সামগ্রিকভাবে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। শিলাবৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা। অনেক জায়গাতেই মাঠ আলু তোলার কাজ চলছে। বৃষ্টির জেরে সেই কাজে ভালই চাপ হতে পারে বলে মনে করছেন চাষিরা। 

শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের কর্তাদের। দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সুন্দরবনেও সকাল থেকে মেঘলা আকাশ। সেই সঙ্গে একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। কলকাতায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে বৃহস্পতিতে। 

হাওয়া অফিস বলছে, দিনের বেলায় প্রধানত পরিষ্কার আকাশ থাকলেও সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে। বৃষ্টির দাপটও বাড়তে পারে সন্ধ্যার পর থেকেই। তবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প সঞ্চারের কারণে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সে কারণেই বুধ থেকে রবি পর্যন্ত টানা পাঁচদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। উল্টে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা।