Nabanna: ‘স্টেশন লিভ করা যাবে না’, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্নের

Nabanna: এবার ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ছুটি বাতিল সব সরকারি কর্মচারিদের। শারীরিক অসুস্থতা বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে ছুটি আর পাবেন না, ঘোষণা করে দিল নবান্ন।

Nabanna: স্টেশন লিভ করা যাবে না, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্নের
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

May 08, 2025 | 3:50 PM

কলকাতা: ‘প্যানিক করবেন না’, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন। এবার ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ছুটি বাতিল সব সরকারি কর্মচারিদের। শারীরিক অসুস্থতা বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে ছুটি আর পাবেন না, ঘোষণা করে দিল নবান্ন।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন কোনও রকম আতঙ্কিত না হতে। শুধু তাই নয়, রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ঘোষণা করল, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।

বস্তুত, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব  তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভাল হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভাল। সেখানে থেকে পড়াশোনা করবে।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য প্রস্তুত রয়েছে। মনিটারিং চলবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, “চিন্তা করার কোনও ব্যাপার নেই। প্যানিক হওয়ার ব্য়াপার নেই।”