
কলকাতা: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে বেশ কিছুদিন আগে থেকেই সরব রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরেও এই নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন। এবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকেও ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ উঠল। প্রশাসনিক সূত্রের খবর, এই নিয়ে সরব হওয়ার জন্য সব মন্ত্রীকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের বাসিন্দা। তাঁরা নিরাপদেই বাংলায় বসবাস করেন। আর এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে বসবাস করেন। তাঁদের কেন হেনস্থার শিকার হতে হচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুলে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করারও নির্দেশ দেন। সব মন্ত্রীকে নিজের নিজের এলাকায় প্রতিবাদ গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভিনরাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই সরব রাজ্যের শাসকদল। ঘাসফুল শিবিরের দাবি, শুধুমাত্র বাঙালি বলে ভিনরাজ্যে টার্গেট করা হচ্ছে। দিল্লিতে বাংলাভাষী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ। এই প্রেক্ষিতে গতকাল দিল্লির বসন্তকুঞ্জ এলাকার জয় হিন্দ কলোনিতে গিয়ে বাংলার নাগরিকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা।
বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলা ভাষাকে অপমানের অভিযোগ তুলে আগামী ১৬ জুলাই কলকাতায় মিছিল করছে তৃণমূল। ওই মিছিলে থাকবেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রিসভার সব সদস্যকে নিজের এলাকায় এই ইস্যুতে সরব হতে বললেন মমতা। রাজনীতির কারবারিরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্থা ইস্যুতে তৃণমূল যে আরও সরব হতে চলেছে, তা স্পষ্ট।