কলকাতা: ভোটের আগে সমাজবাদী পার্টির মুখ অখিলেশ যাদবের সমর্থনে ভোট প্রচারে দু’বার উত্তর প্রদেশ গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সভা করেছেন লখনউয়ে, অন্যটি বারাণসীতে। দুই সভা থেকেই কড়া ভাষায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে অখিলেশের হয়ে ভোট প্রার্থনাও করেছেন তিনি। যদিও এবারও উত্তর প্রদেশের মসনদে বসেছে বিজেপিই। তবে ভোট বেড়েছে অখিলেশের। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক সম্মেলনে উত্তর প্রদেশের ফল নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে হার না মানার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতবার যখন সে রাজ্যে ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে তা হলে তার ফরেন্সিক পরীক্ষা করানো দরকার। কারণ, তৃণমূল সুপ্রিমোর মনে হচ্ছে অখিলেশের দলকে হারানো হয়েছে। বিজেপির জয় আসলে মানুষের ভোটের ফল না, যন্ত্রের কারসাজি, মত তৃণমূল সুপ্রিমোর।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির জয় নিয়ে যেটা বলা হচ্ছে, যদি ভালভাবে হিসাব করে দেখা যায়, দেখা যাবে অখিলেশজীর ভোট ছিল আগে ২১ শতাংশ। এবার ৩৭ শতাংশের আশেপাশে ভোট পেয়েছেন। ৭৮টি আসন বেড়েছে ওনার। এদিকে বিজেপি ৫৪টি আসন হারিয়েছে। আমার মনে হয়, ইভিএম নিয়ে একটা অভিযোগ উঠেছে সেখানে। বারাণসীর এডিএমকে সাসপেন্ড করা হয়েছে বলেও সংবাদপত্রে দেখেছি। এ তো মারাত্মক ঘটনা।”
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আমার তো মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ওখানে লুঠ চলেছে। অখিলেশ যেন হতাশ না হন। জনতার কাছে যান। এটাকে চ্যালেঞ্জ মনে করে ওনার লড়াই করা উচিৎ। ফরেন্সিক পরীক্ষা করানো হোক ইলেকট্রনিক মেশিনের। কারণ, এটাও দেখা দরকার এ কি সেই মেশিনই যেখানে মানুষ ভোট দিয়েছিলেন, নাকি এটা সেই মেশিন যেটা দ্বিতীয়বার আনা হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, বিজেপি পঞ্জাবে কিছু করতে পারেনি। কারণ ওদের রুখে দেওয়া হয়েছে। বাংলাতেও একইভাবে ভোট করাতে চেয়েছিল তারা। প্রতিরোধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “অখিলেশ হেরেছে বা বিজেপি জিতেছে এটা মানুষের রায় নয়, যন্ত্রের কারসাজি।”
আরও পড়ুন: Bengal Budget: কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার