CM Mamata Banerjee: নারায়ণের ভূমিকায় রেগে আগুন মমতা, স্বাস্থ্য সচিবকে ভর্ৎসনা করলেন মুখ্য সচিবও

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2025 | 5:12 PM

Swasthya Bhawan: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য়সচিব মনোজ পন্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হয়। সূত্রের খবর, সেই মিটিংয়ে মুখ্য়সচিবের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নারায়ণ স্বরূপ নিগমকে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত না থাকলেও, সূত্রের খবর স্বাস্থ্য সচিবের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

CM Mamata Banerjee: নারায়ণের ভূমিকায় রেগে আগুন মমতা, স্বাস্থ্য সচিবকে ভর্ৎসনা করলেন মুখ্য সচিবও
স্বাস্থ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ মমতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ক্ষোভ আগেই ছিল। আরজি কর-কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকরা বারবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকায়। তৎকালীন পুলিশ কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রী সেই সময় পদক্ষেপ না করলেও, মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন-কাণ্ডের ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে স্বাস্থ্য সচিব।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য়সচিব মনোজ পন্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হয়। সূত্রের খবর, সেই মিটিংয়ে মুখ্য়সচিবের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নারায়ণ স্বরূপ নিগমকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বৈঠকে উপস্থিত না থাকলেও, সূত্রের খবর স্বাস্থ্য সচিবের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কেন এই ঘটনা ঘটল তার জবাবও চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পর তাঁদের যে স্যালাইন দেওয়া হয়, তার জেরে অসুস্থ হয়ে পড়েন চার প্রসূতি। পরের দিনই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রবিবার গ্রিন করিডর করে তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Next Article